প্রায় একযুগ ধরে ছোট পর্দায় বিজ্ঞাপন, এরপর নাটককে কাজ করেছেন আফরান নিশো। এরপর গত ঈদুল ফিতরে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েছিলেন তিনি। সিনেমাটি মুক্তির পর বেশ লম্বা সময় ধরে আলোচনার বাইরে এই অভিনেতা। অবশেষে জানা গেছে শিহাব শাহীনের হাত ধরে ‘দাগী’ হয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো!
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি বক্স অফিসে সাফল্য অর্জন করতেও সক্ষম হয়েছিলো। কিন্তু এরপর অনেকটাই অন্তরালে ছিলেন আফরান নিশো। শুধুমাত্র বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। অবশেষে এই অভিনেতার নতুন সিনেমার খবর পাওয়া গেলো। আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমার নাম ‘দাগী’। সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহীন।
কিছুদিন আগে নিশ্চিত হওয়া গিয়েছিলো যে, ‘সুড়ঙ্গ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই আফরান নিশোকে নিয়ে নতুন সিনেমা নির্মান করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সিনেমাটির পরিচালক হিসেবে রায়হান রাফীর নাম শোনা গিয়েছিলো। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, শিহাব শাহীনের হাত ধরে ‘দাগী’ হয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো।
নতুন এই সিনেমাটি নিয়ে নির্মাতা বা অভিনেতার পক্ষ্য থেকে এখনো কিছু জানা যায়নি। কিন্তু কয়েকদিন আগে পরিচালক সমিতিতে ‘দাগী’ নামে একটি সিনেমা নিবন্ধন করা হয়েছে বলা জানা যায়। আর সিনেমাটির পরিচালক হিসেবে আছেন শিহাব শাহীন। আফরান নিশোকে নিয়ে শিহাব শাহীনের সিনেমার আগের খবরের সাথে ‘দাগী’ নামের নিবন্ধনে সব কিছু এখন পরিষ্কার।
চলতি বছরে ভারতের এসভিএফের সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছিলো আলফা আই। নতুন এই প্রতিষ্ঠানের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। এর মধ্যে একটি হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগী’। আসছে নভেম্বরের মাঝামাঝি ‘দাগী’-এর দৃশ্যধারন শুরু হওয়ার কথা রয়েছে। আর সবকিছু ঠিক থাকলে এটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল আজহায়।
এদিকে এই সিনেমায় আফরান নিশোর সাথে কারা থাকছেন সে ব্যাপারে কিছুই এখনো জানা যায়নি। এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করবে। তার আগে আমি কিছু বলতে পারবো না।‘ আপাতত শিহাব শাহীনের হাত ধরে ‘দাগী’ হয়ে বড় পর্দায় আফরান নিশোর ফেরার অপেক্ষায় তার ভক্তরা।
উল্লেখ্য যে, শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তি পেয়েছিলো প্রায় এক দশক আগে। এরপর সিনেমা থেকে অনেকটাই নির্বাসনে ছিলেন এই নির্মাতা। কাজ করেছেন ওটিটি প্লাটফর্মের জন্য যার মধ্যে আছে ‘সিণ্ডিকেট’, ‘মাইসেলফ অ্যালেন স্বপন’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’-এর মতো জনপ্রিয় সিরিজ। মজার বিষয় হচ্ছে ‘দাগী’ শাহীন এবং নিশো, দুজনেরই দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে।
আরো পড়ুনঃ
শিহাব শাহীন পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন নিশো!
একসাথে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান
নতুন সিনেমার কাজে এক মাসের জন্য মুম্বাই গেলেন শাকিব খান