নতুন সিনেমার কাজে দারুণ ব্যস্ত সময় পার করছেন দেশীয় সিনেমার গ্ল্যামার গার্ল খ্যাত অধরা খান। এই মুহুর্তে ‘দখিনো দুয়ার’ নামের নতুন একটি সিনেমার দৃশ্যধারনে মাদারীপুর শিবচরে আছেন এই চিত্রনায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন গুণী নির্মাতা সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। মাদারীপুরের শিবচরের পদ্মা নদীর পাড়ে গত ৬ই মার্চ থেকে সিনেমাটির দৃশ্যধারনে ব্যস্ত সময় পার করছেন অধরা। জানা গেছে আগামী ২১শে মার্চ পর্যন্ত একটানা চলবে সিনেমাটির দৃশ্যাধারন। ‘দখিনো দুয়ার’ সিনেমাটিতে অধরার বিপরীতে অভিনয় করছেন নায়ক রকি খান।
অধরা খান এবং রকি খান ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন ফেরদৌস এবং সিমলা। জানা গেছে এই সিনেমায় অধরার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। আর এতে সিমলাকে দেখা যাবে অধরার ভাবি রাজিয়া চরিত্রে। অন্যদিকে সিনেমাটিতে অধরার চরিত্রের নাম খেয়া। অধরা জানিয়েছেন প্রথমবারের মত সিমলার সাথে অভিনয় করছেন এই অভিনেত্রী। এর আগে ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমীর সাথে পর্দা ভাগাভাগি করেছিলেন অধরা খান। ‘নায়ক’ সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী এবং অধরা।
এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে অধরা খান বলেন, ‘এর আগে আমার সৌভাগ্য হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমী আপুর সঙ্গে অভিনয় করার। নায়ক নামে একটি সিনেমাতে মৌসুমী আপু আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয়ের সময় তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। তার সঙ্গে অভিনয় করে আমি অভিনেত্রী হিসেবে নিজেকে সমৃদ্ধ করেছি। এবার সুযোগ পেলাম সিমলা আপুর সঙ্গে অভিনয় করার। তিনিও ভীষণ সহযোগিতা করেছেন।‘
ঢালিউডের নন্দিত দুই অভিনেত্রীর সাথে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অধরা আরো বলেন, ‘সত্যি কথা বলতে কী বড় শিল্পীদের মন-মানসিকতা, তাদের সহযোগিতা করার মানসিকতা আসলে অন্যরকম। এই দুজনের সঙ্গে কাজ না করলে সেটা বুঝতাম না।‘ মৌসুমি এবং সিমলার সাথে অভিনয়ের সুযোগকে অন্যতম বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করছেন অধরা। এছাড়া ‘দখিনো দুয়ার’ সিনেমার নির্মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আর অবশ্যই ডায়মন্ড ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা। কারণ তিনি দখিনো দুয়ার সিনেমায় আমাকে অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন।‘
অন্যদিকে ‘দখিনো দুয়ার’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে অধরা খান বলেন, ‘খেয়া এক কথায় একটি অসাধারণ চরিত্র। আমি চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সিনেমাটি মুক্তির পর দর্শক বুঝতে পারবেন এই ছবি এবং খেয়া চরিত্রটি কতটা সুন্দর।‘ সিনেমাটিতে খেয়া চরিত্রে নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী অধরা খান আরো বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি আমার সামর্থ্য দিয়ে খেয়া চরিত্রে অভিনয় করছি। আমার বিশ্বাস- নিজের অভিনয় প্রতিভা আর মেধা দিয়ে আমি নির্মাতার কাঙ্ক্ষিত খেয়া হয়ে উঠতে পারব।‘
‘দখিনো দুয়ার’ সিনেমাটির পাশাপাশি দেশীয় সিনেমার গ্ল্যামার গার্ল অধরা খান অভিনীত নতুন আরো একটি সিনেমার দৃশ্যধারনের কাজ করছেন। মাজহার বাবু পরিচালিত এই সিনেমাটির নাম ‘ঠোকর’। সম্প্রতি শেষ হয়েছে এই সিনেমার প্রথম ধাপের দৃশ্যধারন। ফ্রাইডে প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমায় অধরার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোট পর্দার অভিনেতা ইভান সাইর। এছাড়া এর অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, সাইফ চন্দন এবং আসমা ঝিলিক। চলতি মাসেই সিনেমাটির বেশীরভাগ অংশের কাজ শেষ হবে বলে জানা গেছে।
‘দখিনো দুয়ার’ এবং ‘ঠোকর’ সিনেমাগুলোর দৃশ্যধারনের পাশাপাশি অধরা খান তার আলোচিত ‘সুলতানপুর’ সিনেমাটির মুক্তির অপেক্ষায় রয়েছেন। জানা গেছে সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘সুলতানপুর’ সিনেমাটি। এই সিনেমায় অধরা খানকে সীমান্ত এলাকার একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে বলে জানা গেছে। নিজের ব্যস্ততা সম্পর্কে অধরা জানিয়েছেন যে, তার হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা। নির্মানাধীন এই সিনেমাগুলোর নিয়মিত শুটিং করছেন তিনি। সামনেই বড় বাজেটের একটি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন বলে জানান অধরা খান।
আরো পড়ুনঃ
শাকিব খানের বিপরীতে ‘মায়া’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে যা বললেন পূজা চেরি
আলোচিত ইয়াসমিন ধর্ষণের ঘটনা নিয়ে সিনেমায় নাম ভূমিকায় মিম
নাম ভুমিকায় বুবলীকে নিয়ে শুরু হলো চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’