দীর্ঘদিন পর আবারও নতুন সিনেমা নির্মান করতে যাচ্ছেন জাতীয় পুরষ্কার জয়ী পরিচালক রেদওয়ান রনি। আর এবার থ্রিলার জার্নির গল্পের সিনেমা নিয়ে আসছেন এই নির্মাতা। এই নির্মাতা সূত্রে জানা গেছে আগামী বছরের শুরুতে নতুন এই সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন রেদওয়ান রনি। নাম ঠিক না হওয়া এই সিনেমাটি চরকির প্রযোজনার নির্মিত হতে পারে।
থ্রিলার জার্নির গল্পের বেশী সিনেমাটি নিয়ে আর কিছু এখনোই বলতে চান না রেদওয়ান রনি। সিনেমাটি প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে তিনি বলেন, ‘এবার থ্রিলার জার্নির গল্প নিয়ে সিনেমা বানাবো। ২০২২ সালের শুরুতে শুটিং শুরু করবো। ওই বছরেই সিনেমা হলে মুক্তি দেব। পরে চরকি অ্যাপে মুক্তি পাবে।‘
সিনেমা নির্মানের পাশাপাশি চরকি সচল রাখতে চান উল্লেখ করে রেদওয়ান রনি আরো বলেন, ‘আমি নির্মাণ থেকে সরে আসিনি৷ একপ্রকার নির্মাণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। গল্প শুনি, নির্মাণ নিয়ে পর্যালোচনা করি। এটা আমার জন্য খুব এনজয়েবল জব। পাশাপাশি চরকির চাকাকে সচল করতে চাচ্ছি। আগামী বছরই সিনেমা নিয়ে আসছি।‘
সিনেমাটির কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে। এর আগে ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ নামে দুই সিনেমা বানিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন রেদওয়ান রনি। প্রসঙ্গত, সিনেমার পাশাপাশি নাটক নির্মানেও অনেকদিন ধরে অনুপস্থিত রেদওয়ান রনি। এছাড়া বর্তমানে তিনি ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন।
আরো পড়ুনঃ
ঈদে মুক্তির লক্ষ্যে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা
রোশান ও প্রিয়মনি জুটিকে নিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়ার নতুন সিনেমা
ডিসেম্বরে আসছে সেন্সর বোর্ডে প্রশংসিত নিরব এবং মিথিলার ‘অমানুষ’