‘তুফান ২’ মুক্তি নিয়ে রায়হান রাফির সাথে শাকিব খানের দ্বিমত

গত ঈদে মুক্তি পেয়েছিলো সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচিত নির্মাতা রায়হান রাফির প্রথম সিনেমা ‘তুফান’। একজন ভয়ংকর গ্যাংস্টার চরিত্রে শাকিব খানের অভিনয় দর্শকদের পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। এর প্রতিফলন দেখা গিয়েছিলো সিনেমাটির বক্স অফিস আয়েও। তবে সম্প্রতি ‘তুফান ২’ মুক্তি নিয়ে রায়হান রাফির সাথে দ্বিমত পোষণ করেছেন শাকিব খান।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তুফান ২’-এর মুক্তি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। উক্ত স্ট্যাটাসে আগামী কোরবানির ঈদে ‘তুফান ২’ মুক্তি পাবে বলে জানিয়েছিলেন এই নির্মাতা। এছাড়া কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে নির্মিতব্য তার ‘লায়ন’ সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে বলেও জানিয়েছিলেন তিনি।

তবে ‘তুফান ২’ মুক্তি নিয়ে রায়হান রাফির বক্তব্যের সাথে শাকিব খানের দ্বিমত পোষন করতে দেখা গেছে। একটি গণমাধ্যমের সাথে আলাপকালে এই তারকা জানিয়েছেন আগামী বছর ‘তুফান ২’ মুক্তির কোনো সম্ভাবনা নেই। সিনেমাটির জন্য আরো সময় এবং প্রস্তুতি দরকার বলে মন্তব্য করেছেন শাকিব খান। এছাড়া একাধিক দেশে সিনেমাটির দৃশ্যায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন।

এদিকে ‘তুফান ২’ সিনেমাটির সম্ভাব্য মুক্তি নিয়ে তার এবং শাকিব খানের বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন আলোচিত এই নির্মাতা। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে উল্লেখ করে রায়হান রাফি বলেন, ‘শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে।‘ তবে তার এই প্ল্যান ‘তুফান ২’ মুক্তি নিয়ে নয় বলেও নিশ্চিত করেছেন এই নির্মাতা।

উল্লেখ্য যে, চলতি বছরের শেষে শুরু হতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা ‘লায়ন’। ‘তুফান’-এর বিশাল বক্স অফিস সাফল্যের পর এবার তিনি নির্মান করতে যাচ্ছেন আরো একটি বড় বাজেটের  সিনেমা। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কলকাতা বাংলা সিনেমার তারকা জিত। এর সাথে থাকছেন দেশীয় চলচ্চিত্রের উঠতি অভিনেতা শরিফুল রাজ।

আরো পড়ুনঃ
তৃতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে দাপট অব্যাহত রাখছে শাকিব খানের ‘প্রিয়তমা’
চতুর্থ সপ্তাহে বিশ্বব্যাপী দুই শতাধিক প্রেক্ষাগৃহে রায়হান রাফির ‘সুড়ঙ্গ’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত