এখন পর্যন্ত দীপংকর দীপন পরিচালিত মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে। আলোচিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার পর এই নির্মাতার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর নির্মানাধীন রয়েছে ‘অন্তর্জাল’ নামে আরো একটি সিনেমা। এছাড়া এই নির্মাতার ‘ঢাকা ২০৪০’ সিনেমাটির কাজ অর্ধেকের পর আটকে আছে। সম্প্রতি নতুন আরো দুইটি সিনেমার কথা জানালেন ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা দীপংকর দীপন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাগুলোর কথা তুলে ধরেন আলোচিত এই নির্মাতা।
২০২৩ সাল পর্যন্ত নিজের কর্ম পরিকল্পনা তুলে ধরে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা দীপংকর দীপন লিখেন, ‘আমি ২০২৩ সাল পর্যন্ত কি প্লট নিয়ে কাজ করবো তা ঠিক করে ফেলেছি। এগুলো না করে মরে গেলে আমি মরেও শান্তি পাব না। যদি ইশ্বর সহায় থাকেন এবছর অপারেশন সুন্দরবন আর অন্তর্জাল আসবে। সামনে বছর আসবে আকাশ যোদ্ধা ও ঢাকা বিটস নামে দুটো ছবি (ওয়ার্কিং টাইটেল) সেটাও যদি ইশ্বর চান।‘
এই সিনেমাগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত নতুন আইডিয়া এবং ওটিটি নিয়ে চিন্তা করতে চাননা উল্লেখ করে তিনি আরো লিখেন, ‘এগুলো শেষ করার আগে সিনেমার নতুন আইডিয়া-ওটিটি কোন কিছু ভাবতেও চাই না। । আমাকে কোন প্লট বা গল্প পাঠিয়ে সিনেমা করার অনুরোধ জানানো মানে আপনার চিন্তা একটা দীর্ঘসূত্রিতায় পড়ে যাওয়া । তবে আপনার পছন্দের তারকাকে কাস্ট করার কথা যে বলেছেন তা বলতে পারেন- কারন বেশির ভাগের কাস্ট ঠিক করা বাকী আছে।‘
এদিকে গত বছরের শেষ মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ প্রসঙ্গে দীপঙ্কর দীপন লিখেন, ‘মিশন এক্সট্রিম আমার পরিচালনা করা কোন সিনেমা না। মিশন এক্সট্রিম আমার কাছের মানুষ জন বানিয়েছে। ভালবাসা ছাড়া মিশন এক্সট্রিমের সাথে আমার কোন সম্পর্ক নেই। মিশন এক্সট্রিমের জন্য আমার শুভকামনা আছে।‘
অন্যদিকে তার নির্মানাধীন ‘ঢাকা ২০৪০’ সিনেমার বাকী কাজ কবে শুরু হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতা দীপংকর দীপন। সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক বিস্তারিত ঘোষনা দিবেন জানিয়ে তিনি আরো লিখেন, ‘ঢাকা ২০৪০ কবে আসবে জানিনা, এটা সিনেমার পাইপলাইনে সেরা গল্প, ছবিটা আমি মনেপ্রাণে শেষ করতে চাই, ইশ্বর চাচ্ছেন না বোধহয়। ডেট ও অন্যান্য ঘোষনা প্রডিউসার দেবেন।‘
প্রসঙ্গত, বর্তমানে এ নির্মাতার ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ সিনেমাগুলো যথাক্রমে র্যাব ও আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে। দুটি সিনেমায়ই একঝাক তারকাকে একসাথে পর্দায় দেখা যাবে। এর আগে মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর এক পাইলটের দুঃসাহসী অভিযান নিয়ে ‘ডু অর ডাই’ বানানোর ঘোষণা দিয়েছিলেন দীপন। এছাড়া সংগীত কেন্দ্রিক ‘চাঁদের অন্য পিঠে নাকি জোছনা নেই’ নামের সিনেমার দিলেও এই দুইটি সিনেমার এখন পর্যন্ত কোন অগ্রগতির খবর পাওয়া যায়নি।
আরো পড়ুনঃ
বিনা কর্তনে ছাড়পত্র পেলো সেন্সর বোর্ডে প্রশংসিত অ্যাকশন থ্রিলার ‘শান’
ইমনের সাথে ‘কাগজের বিয়ে’ সিনেমায় অভিনয় করছেন না মাহিয়া মাহি
মুগ্ধতা ছড়াল পিতা-পুত্রের দ্বন্দ্ব এবং ভালোবাসার গল্পের ‘মৃধা বনাম মৃধা’