আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলছে কথার লড়াই। সম্প্রতি মিশা-জায়েদ পরিষদের পরিচিতি অনুষ্ঠানে কিছুদিন আগে হারানো মায়ের কথা মনে করে কেঁদেছেন জায়েদ খান! উক্ত অনুষ্ঠানে জায়েদ খান বলেছিলেন, ‘বাবার মৃত্যুর এক বছরের মাথায় মা চলে গেল। রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার আগে মা বলে গেছে, তোমার বিয়ে করা লাগবে না। সমিতি সমিতি নিয়েই থাক। আমি যে কত এতিম এখন, বোঝাতে পারব না।‘
এদিকে ২৫শে জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনে মিশা-জায়েদ পরিষদের বিপরীতে লড়ছে ইলিয়াস কাঞ্চন-নিপুন। এই পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছোটভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধদয় হোক। তুমি খালাম্মার কথা শোনো নাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।’
নির্বাচনকে সামনে রেখে মিশা-জায়েদ প্যানেল থেকে ছড়ানো হয়েছে ইলিয়াস কাঞ্চন সবসময় শিল্পীদের পাশে ছিলেন না। উক্ত পরিচিতি অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন এ প্রসঙ্গে বলেন, ‘আমি সবসময় শিল্পীদের সঙ্গে ছিলাম। আগের নির্বাচনে আমাকে নির্বাচন কমিশনার হতে বলা হয়েছিল, আমি ছিলাম। শিল্পী সমিতির উপদেষ্টা কমিটিতে থাকতে বলা হয়েছিল, আমি ছিলাম।‘
এর আগে তাকে কখনো শিল্পী সমিতির সভাপতি হয়ে বলা হয়নি উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘এবারও আমাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব নিতে বলা হয়েছিল। চিঠি দিতে চেয়েছিল। আমি বলেছিলাম, সবসময় এসবই করবো নাকি? কই আমাকে তো কখনও সভাপতি হতে বলা হলো না! শুরুতে নির্বাচন করার ছিল না। নিপুণ, রিয়াজ, ফেরদৌস অন্যরা আমাকে এমনভাবে ধরেছে যে আমি না করতে পারিনি। তারা ভালো বলে তাদের সঙ্গে আছি।‘
উল্লেখ্য যে, এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে। নতুন মেয়াদের নির্বাচনকে সামনে রেখে গত ৭ ডিসেম্বর তাঁরা দুজনেই ক্ষমতা হস্তান্তর করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন ও নিপুণ সাধারণ শিল্পী থেকে শুরু করে জনপ্রিয় শিল্পীদের গুরুত্ব দিয়ে প্যানেল নির্ধারণে কাজ করছেন। নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে ছুটে যাচ্ছেন সাধারণ শিল্পীদের কাছে। তবে এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী নিয়ে তেমন আলোচনা না থাকলেও সাধারণ সম্পাদক পদে নিপুণ ও জায়েদ খানকে নিয়ে বেশ আগে থেকে রয়েছে আলোচনা।
আরো পড়ুনঃ
শিল্পীদের সদস্যপদ বাতিল প্রশ্নে জায়েদ খানের সমালোচনায় আলমগীর
এফডিসিতে রিয়াজের কান্না: সমালোচনায় যা বললেন জায়েদ খান
প্যানেল পরিচিতি অনুষ্ঠানে মায়ের কথা মনে করে কাঁদলেন জায়েদ খান!