মুক্তি পেয়েছে সরকারী অনুদানে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ সিনেমাটি। জাফর ইকবালের গল্পে এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও ঢাকাই চলচ্চিত্রে লাস্যময়ী চিত্রনায়িকা পরী মণি। আবু রায়হান জুয়েল পরিচালিত এই সিনেমাটি ২০শে জানুয়ারি দেশের মোট ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে রাজধানীর ১০টি, চট্টগ্রামের তিনটি এবং সিলেট, রাজশাহী, যশোর, খুলনার একটি করে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ঢাকায় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিংমল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমা (কেরানীগঞ্জ) ও মধুমিতা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’। এছাড়া চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট, রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা ও খুলনার লিবার্টিতে দেখা যাবে এই সিনেমা।
২০ জানুয়ারি ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাফর ইকবালের গল্পে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ সিনেমাটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরী মণি। #ফিল্মীমাইক #ঢালিউড #Filmymike #Dhallywood #BanglaCinema #AdventureSundarban #SiamAhmed #Porimoni @porimoni16 @siamahmed75 pic.twitter.com/CxBYx0h2wX
— FilmyMike.com (@FilmyMikeBD) January 20, 2023
২০১৮-১৯ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা আবু রায়হান বলেন, ‘ছোটবেলায় বাবার হাত ধরে লাঠিয়াল দেখতে গিয়েছিলাম। তখন থেকে মাথায় সিনেমার পোকা ঢোকে। এই ছবিটিও শিশুদের সুস্থ বিনোদনের জন্য। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। আশা করি, অভিভাবকরা তাদের সন্তান নিয়ে সিনেমা হলে গিয়ে দেখবেন।‘
সাম্প্রতিক সময়ে ব্যাক্তিগত বিষয়ের কারনেই বেশী আলোচনায় দেশীয় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। গত বছর শরিফুল ইসলাম রাজের সাথে বিয়ে, সন্তান এবং কিছুদিন আগে বিচ্ছেদের গুঞ্জনকে পিছনে ফেলে আবারো বড় পর্দায় ফিরছেন পরী মণি। ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ সিনেমার মুক্তিতে উচ্ছ্বসিত পরী মণি বলেন, ‘একঝাঁক ছোট্ট পাখি সিনেমা হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাবো। দেখা হবে সিনেমা হলে। আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন।’
এদিকে বর্তমানে ঢালিউডের অন্যতম বস্ত তারকা চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত বছর সিয়াম আহমেদ অভিনীত ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’ এবং ‘দামাল’ সিনেমাগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ সিনেমা দিয়ে নতুন বছর শুরু করছেন এই অভিনেতা। সিনেমাটি প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমাদের দেশে শিশু-কিশোরদের জন্য হাতে গোনা কয়েকটা কাজ হয়। পরিবার নিয়ে বের হলে দিনের শেষে ওই এক খাবার দোকান! আপনার পুরো ফ্যামিলিকে এন্টারটেইমেন্ট দিতে আমরা আসছি এই শুক্রবার।’
গত বছরটা দেশীয় সিনেমার জন্য খুবই ইতিবাচক একটি বছর ছিলো। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমা আলোচিত হতে দেখা গেছে। দেশের আধুনিক মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাগুলো ভালো দর্শক টানতে সক্ষম হয়েছিলো। চলতি বছরে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার পর ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ সেই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সিয়াম আহমেদ এবং পরী মণি ছাড়াও জাফর ইকবালের গল্পে সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু শিল্পী।
আরো পড়ুনঃ
তৃতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন সিয়াম ও পরীমনি
শুরু হচ্ছে ‘বায়োপিক’: সিয়ামকে নিয়ে শুটিংয়ে ফিরছেন পরীমনি
ঢালিউড ২০২১: নতুন বছরে বক্স অফিস মাতাতে পারে যে সিনেমাগুলো