সম্প্রতি ‘রাস্তা’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের নতুন প্রজন্মের চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। ২০১৭ সালে রায়হান রাফি পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে চিত্রনায়ক হিসেবে অভিষিক্ত হয়েছিলেন সিয়াম আহমেদ। এদিকে জানা গেছে জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় মাত্র ১ হাজার ১ টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে এটা জাজ মাল্টিমিডিয়ার প্রতি সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা না জাজের প্রতি সন্মান সেটা প্রতিষ্ঠানটি জানে না বলে জানিয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।
এদিকে জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় এই নামমাত্র পারিশ্রমিকের বিষয়ে সিয়াম আহমেদ বলেন, ‘ইচ্ছে ছিল বিনা পারিশ্রমিকে কাজটি করার। কিন্তু চুক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হয়। সেজন্য ১ হাজার ১ টাকা নিয়েছি।’ ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে তাকে বড় পর্দায় সুযোগ করে দেয়ায় সিনেমাটির পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘জাজের আজিজ ভাই (আবদুল আজিজ), রায়হান রাফী থেকে পুরো টিম আমাকে যেভাবে লঞ্চিং করেছে, ঢাকার বাইরে গেলে বুঝি পোড়ামন ২’র সুজন বানিয়ে যে ভালোবাসা পাওয়ার সুযোগ দিয়েছে কোনো বড় অংকের টাকার বিনিময়ে সেই ভালোবাসা পাওয়া যায় না।’
করোনা মহামারীর কারনে সিনেমার পাশাপাশি ওটিটি ভিত্তিক কনটেন্টের দিকে ঝুঁকছেন তারকারা। তবে এই অভিনেতা সূত্রে জানা গেছে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমাটি। এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘রাস্তা’র কনসেপ্ট শুনে মনে হয়েছে কাজটি করা সময়ের দাবী। তাছাড়া আর্থিক কারণে ভালো ফিল্ম নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি হয়। আমি শুধু চেয়েছি, ভালো একটি ছবি হোক। জাজ আবার ভালো ছবি নির্মাণে কামব্যাক করুক। মুক্তির পর যদি ভালো চলে দর্শক পছন্দ করে তাহলে প্রোডাকশন হাউজ (জাজ মাল্টিমিডিয়া) যদি মনে করে আমাকে সম্মানী দেয়া উচিত তখন নেয়া যাবে। এর আগে আমি টাকার কথা ভাবিনি।‘
‘রাস্তা’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমা প্রযোজনার ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া। সিয়াম আহমেদের আলোচিত সিনেমা ‘পোড়ামন-২’ ও ‘দহন’র মতোই ‘রাস্তা’ সিনেমাটিও পরিচালনা করছেন রায়হান রাফি। জাজ সূত্রে জানা গেছে এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা। আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। উল্লেখ্য যে, বর্তমানে সিয়াম অভিনীত অর্ধ ডজন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে ‘অপারেশন সুন্দরবন’, ‘শান’, ‘পরান’ এবং ‘বায়োপিক’ উল্লেখযোগ্য।
আরো পড়ুনঃ
নির্মানাধীন ১০ সিনেমা নিয়ে সময়ের ব্যস্ততম তারকা জিয়াউল রোশান
শাকিব খানকে সুপারস্টার মনে করেন না প্রযোজক সেলিম খান!
তিন মহাদেশের ১৫ দেশে একযোগে মুক্তি পাচ্ছে শুভর ‘মিশন এক্সট্রিম’