গতকাল রাতে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ইমন ও চিত্রহায়িকা মাহির কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেতা ইমন সেই ফোনালাপের সত্যতাও শিকার করেন। যেখানে প্রতিমন্ত্রীকে ফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশ্লীল বাক্য ব্যবহার করে কথা বলেছেন। অন্তর্জালে ভাইরাল ফোনালাপের বিষয়ে অবশেষে মুখ খুললেন মাহি। সৌদি আরবের মক্কা শহর থেকে এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, নিজের আত্মসম্মানবোধ আঘাত পাওয়ায় সেদিন কিছু বলার ভাষা ছিল না তাঁর। সেকারণে কোন প্রতিবাদ করেনি।
সৌদি আরবের মক্কা শহর থেকে সেই ভিডিও বার্তায় অন্তর্জালে ভাইরাল ফোনালাপের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিও’র ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা…।’ ভিডিওতে মাহিয়া মাহি বলেন, ‘আমি এখন পবিত্র হারাম শরিফে আছি। ওমরাহ পালন করছি। আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি। আমি সেদিনও বলেছিলাম। আমার বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতি-উত্তরের ভাষা আমার জানা ছিল না। দুই বছর আগের ঘটনা। তখন আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম।’
এই প্রসঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির বলেন, ‘আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মানবোধ কতটুকু… সেখানে কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার নিজে তো ছোট হয়েছি, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। কিন্তু আপনারা নিজের থেকে একবার চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রতিউত্তর বা এই ব্যবহারের প্রতিউত্তর আমার আসলে কী দেওয়া উচিত ছিল। আদেও আমি আসলে… সেদিন আমার কিছু বলার ভাষা ছিল না। আমি সেজন্যই সেদিন কোন প্রতিবাদ করেনি।’
মাহি আরও বলেন, ‘আমার নিজের মত করে আমার মনে হয়েছে যেভাবে পাস কাটিয়ে যাওয়া উচিত, চুপ থেকেছি, এটা দুই বছর আগের ঘটনা। আমি বরাবরের মতই সব সময় আল্লাহর কাছে বলি আমি কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোন না কোন একদিন ঠিকই সেটার ফলাফল পেয়েছেন। এটা প্রমাণিত, আলহামদুলিল্লাহ…আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষ ছিল না। আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।’
ফাঁস হওয়া ফোনালাপে শোনা গেছে, প্রতিমন্ত্রী কথা বলছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে। মুরাদ হাসানের পুরো বক্তব্যে ছিল অজস্র অশালীন শব্দ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো পড়ুনঃ
স্পাই থ্রিলার ‘এম আর নাইন’ সিনেমায় এবার যুক্ত হলেন বিদ্যা সিনহা মিম
শাকিবহীন পথচলা প্রসঙ্গে যা বললেন চিত্রনায়িকা শবনম বুবলী
শেষ লটের দৃশ্যধারনে এবার কৌশানির সঙ্গে রোমান্স করবেন শান্ত খান