চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মান করবেন রায়হান রাফী

চব্বিশের গণ-অভ্যুত্থান

সাম্প্রতিক সময়ে দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন’, ‘দহন’, ‘পরাণ’ এবং ‘সুড়ঙ্গ’-এর মত সিনেমা দিয়ে ঢালিউডে নিজের অবস্থান শক্ত করেছেন রাফী। সর্বশেষ শাকিব খানকে নিয়ে ‘তুফান’ তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। সম্প্রতি চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মানের ঘোষণা দিয়েছেন নির্মাতা রায়হান রাফী।

গত ২৬শে অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে একটি আলোচনা সভায় ঘোষণাটি দিয়েছেন রায়হান রাফী। ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় এই ঘোষণা দেন তিনি। চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ও সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’-এর আয়োজনে বার্ষিক এই আলোচনায় অতিথি হয়ে এসেছিলেন রায়হান রাফী।

উক্ত আলোচনা সভায়, চলচ্চিত্রে তাঁর আগমন, নির্মাতা হয়ে ওঠা, চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের সিনেমা নিয়ে আলোচনা করেন রায়হান রাফী। এই আলোচনার পর উপস্থিত এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মান করবেন বলে জানান নির্মাতা রায়হান রাফী। এর আগে বরগুনার একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে ‘পরাণ’ নির্মান করেছিলেন রাফী।

চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মান প্রসঙ্গে রাফী বলেন, ‘এই জুলাই অভ্যুত্থানে এত এত গল্প। এই জুলাই নিয়ে অনেকগুলো সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়তো নির্মাণ করব।‘ এরকম একটি ঘটনাবহুল বিষয় নিয়ে সিনেমা নির্মানে নিজের বক্তব্যও তুলে ধরেন রায়হান রাফী।

চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মানে কোন বিষয়কে প্রাধান্য দিবেন সে বিষয়েও কথা বলেন রায়হান রাফী। সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মানে নিজের আগ্রহের বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘সিনেমা আমি নির্মান করবো – সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না।’

এছাড়া রায়হান রাফী আরো বলেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়, এর মাধ্যমে একটা গল্পকে একটা জায়গায় বন্দী করা যায়। এই যে আমাদের একটা আন্দোলন হলো, একটা সময় গিয়ে কিন্তু মানুষ ভুলে যাবে। মানুষ দেখবে না, জানবে না। কিন্তু এগুলো কোনো সিনেমাতে যখন এই দৃশ্যগুলো থাকবে, তখন কিন্তু মনে থাকবে।’

উল্লেখ্য যে, ‘তুফান’-এর পর ইতিমধ্যে নিজের নতুন সিনেমার কথা ঘোষণা দিয়েছেন রায়হান রাফী। জানা গেছে রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন কলকাতা বাংলার সুপারস্টার জিত। এছাড়া সিনেমাটি অন্য একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের শরিফুল ইসলাম রাজ। বিগ বাজেটের এই সিনেমাটি আগামী বছরের ইদে মুক্তি পাবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।

আরো পড়ুনঃ
শাকিব খানের ‘বরবাদ’: এবার পর্দায় তার মুখোমুখি ওপার বাংলার যীশু
একসাথে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান
মুখোমুখি শাকিব এবং জিৎ: আবারো বক্স অফিস লড়াইয়ে দুই সুপারস্টার

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত