‘গুনিন’ মুক্তির আগেই নতুন সিনেমার ঘোষনা দিলেন আলোচিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। প্রায় ৪০০ বছর আগের কাহিনি নিয়ে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমাটির নাম ‘কাজলরেখা’। বর্তমানে লক্ষ্মীপুর এলাকায় সিনেমাটির সেট নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন এই নির্মাতা। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমাটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই তথ্যগুলো জানিয়েছেন এই নির্মাতা।
জানা গেছে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই চিত্রনাট্যের রূপ প্রদান ও সংলাপ বিন্যাস করেছেন পরিচালক নিজেই। এ প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন, ‘১১ বছর আগের চিত্রনাট্যে কাজ শুরু করতে যাচ্ছি ময়মনসিংহ গীতিকার একমাত্র রূপকথা কাজলরেখা অবলম্বনে। সিনেমায় আমরা গরিবি বেচতে চাই না; আমাদের ঐতিহ্য, স্থাপত্য, পোশাক কী ছিল, সম্পর্ক কেমন ছিল ষাট দশকে, সেসব দেখাতে চাই।’
গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। অন্যতম প্রধান অপর দুইটি চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের প্রতিভাবান অভিনেতা শরিফুল রাজ ও রাফিয়াথ রশিদ মিথিলাকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন এবং আরও অনেকেই।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির গল্পে দেখা যাবে ৪০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে নবাগত মন্দিরা চক্রবর্তী বলেন, ‘আসলে, আমি এই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড, এটি আমার জীবনের প্রথম বড় পর্দার কাজ। আমি খুবই আনন্দিত, আমার শৈশবের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
অন্যদিকে সিনেমাটি প্রসঙ্গে গুণী অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘কাজটি খুবই কঠিন, থিয়েটারে এ কাজটির একরকম চর্চা আছে। সেই থেকে জানি কাজটি কত কঠিন। তার পরও আমাদের চেষ্টায় কোনো কমতি থাকবে না। সিনেমায় আমাকে অনেক চরিত্রে দেখা যাবে, এটা আমার জন্যও চ্যালেঞ্জ।’
প্রসঙ্গত, মার্চে মুক্তি প্রতীক্ষিত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমারও নায়ক শরিফুল রাজ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পরীমনি। র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজের প্রথম সিনেমা ‘আইসক্রিম’ হলেও তিনি আলোচনায় আসেন গত বছরের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। এর পর কাজ করেছেন ‘ন ডরাই’ সিনেমায়। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ সিনেমাগুলো।
আরো পড়ুনঃ
নতুন সিনেমায় আবারো জুটি হয়ে পর্দায় আসছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী
এককভাবে মুক্তির প্রত্যাশা নিয়ে ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন অনন্ত জলিল
সাইমনের সাথে প্রিয়মনির ‘হাহাকার’: পরিচালনায় মোস্তাফিজুর রহমান মানিক