সম্প্রতি পাবনায় শুরু হয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’ এর চিত্রায়ন। গত ৫ই ফেব্রুয়ারি পাবনাতে সিনেমাটির মহরত অনুষ্ঠানের পর শাকিব খানকে নিয়ে চিত্রায়ন শুরু হলে ছিলেন না দর্শনা। তবে ইতিমধ্যে সিনেমাটির শুটং এ অংশ নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শনার শুটিং এর বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে।
এদিকে সম্প্রতি জানা গেছে সিনেমাটি নিয়ে নতুন খবর। সিনেমাটির সাথে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে ‘অন্তরাত্মা’ দুই পর্ব নির্মিত হবে। সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘অন্তরাত্মা ২’ মুক্তি পাবে আগামী ঈদুল আযহা বা কোরবানি ঈদে। দ্বিতীয় পর্বেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাকিব খান। তবে পরিবর্তন আসবে সিনেমাটির নায়িকায়।
গুঞ্জন অনুযায়ী ‘অন্তরাত্মা ২’ সিনেমায়ও শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে কলকাতার নায়িকাকে। সেক্ষেত্রে আলোচনায় এগিয়ে আছেন শাকিব খানের ‘শিকারী’ সিনেমার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ‘শিকারী’ ছাড়াও ‘ভাইজান এলোরে’ সিনেমায় একসাথে দেখা গিয়েছিলো শাকিব খান এবং শ্রাবন্তীকে। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়বারের মত জুটি হতে পারেন দুই বাংলার জনপ্রিয় এই দুই তারকা।
তবে ‘অন্তরাত্মা ২’ সিনেমাটি নিয়ে শাকিব খান বা এর নির্মাতাদের পক্ষ্য থেকে আনুষ্ঠানিক কোন কিছুই জানা যায়নি। সর্বশেষ গুঞ্জন অনুযায়ী আগামী ঈদুল ফিরতে ‘অন্তরাত্মা’ মুক্তির পরই শুরু হবে এর দ্বিতীয় পর্বের কাজ।
উল্লেখ্য যে, তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ‘অন্তরাত্মা’ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে। এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মত একসাথে কাজ করতে যাচ্ছেন শাকিব খান এবং সোহানী হোসেন। এরআগে শাকিব খান অভিনীত ‘সত্তা’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন সোহানী হোসেন।
আরো পড়ুনঃ
শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বনিক
ঝাকজমক পূর্ণ মহরতে শুরু হলো শাকিব খানের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’
শুরু হচ্ছে শাকিবের ‘অন্তরাত্মা’: আসছেন দর্শনা বনিক