কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান চিত্রনায়িকা প্রিয়মনি

কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে

কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে

গত ঈদে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছিলো নবাগত চিত্রনায়িকা প্রিয়মনির প্রথম সিনেমা ‘কসাই’। আলোচিত নির্মাতা অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় প্রিয়মনি অভিনয় করেছেন নিরব হোসেনের বিপরীতে। মুক্তির পর দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিলো প্রিয়মনির অভিনয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ‘কসাই’ সিনেমা হলে মুক্তি পাবে বলে জানান তিনি। তবে ‘কসাই’ প্রিয়মনি অভিনীত প্রথম সিনেমা নয়। ঢালিউডে প্রিয়মনি যাত্রা শুরু করেন ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি বর্তমানে নির্মানাধীন রয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে প্রিয়মনি বলেন, ‘ছবিটি ওটিটি মুক্তির পর এতোটা প্রশংসা পাবো আশা করিনি। তবে দর্শকের যে সাপোর্ট পেয়েছি তা বলার মতো নয়। সিনেমা হলে মুক্তির পর আরও বেশি দর্শক ছবিটি দেখবেন বলে আমার বিশ্বাস।‘

 

View this post on Instagram

 

A post shared by Filmy Diva (@filmydiva)

‘কসাই’ মুক্তির পর নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন উল্লেখ করে এই চিত্রনায়িকা আরো বলেন, ‘কসাই মুক্তির পর বেশ কিছু কাজের অফার পেয়েছি। শুটিং অবশ্য আরও কিছুটা পরে শুরু হবে। কারণ হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেছে। বর্তমানে ভালো কিছু বই পড়ছি। প্রচুর সিনেমা দেখছি। এছাড়া আমি তো আগে থেকেই নাচটা জানি, সেটার চর্চা করছি।‘

অভিনয় দিয়ে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পাকাপোক্ত করতে চান সময়ের সম্ভাবনাময়ী এই নায়িকা। কাজ দিয়ে মানুষের হৃদয়ে থাকতে চান উল্লেখ করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি চাই চলচ্চিত্রে স্থায়ী হতে। কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। অসংখ্য কাজ করতে হবে এমনটা নয়। যে কয়টি কাজ করি না কেন সেই কাজগুলো যেন আমাকে বাঁচিয়ে রাখে।‘

আরো পড়ুনঃ
কসাই রিভিউ: নিজেকে ছাড়িয়ে যাওয়ার নতুন প্রচেষ্ঠায় অনিরুদ্ধ অনন্য মামুন
প্রেক্ষাগৃহে মুক্তিতে আপত্তি: সংশোধনের পর পুনরায় সেন্সরে ‘কসাই’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত