কিংবদন্তী নির্মাতা কাজী হায়াত পরিচালিত ‘ইতিহাস’ ঢালিউডের ব্যাপক আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। এই সিনেমাটির মাধ্যমে চিত্রনায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষিক্ত হয়েছিলেন কাজী হায়াতের ছেলে কাজী মারুফ। সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুঁড়াতে সক্ষম হয়েছিলো। সমসাময়িক গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং গান দিয়ে সারাদেশের প্রেক্ষাগৃহে আলোড়ন তুলেছিলো ‘ইতিহাস’। এবার জানা গেছে খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে কাজী হায়াতের ‘ইতিহাস ২’ সিনেমার কাজ।
‘ইতিহাস’ সিনেমাটিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা রত্না। সিনেমাটির সাফল্যে রত্নাও চলে এসেছিলেন আলোচনায়। বর্তমানে এই দুই তারকার কাউকেই সিনেমায় দেখা যায়না। অবশেষে বরেণ্য এই নির্মাতার হাত ধরে আবারো বড় পর্দায় ফিরছেন কাজী মারুফ এবং রত্না। জানা গেছে মারুফ-রত্নাকে নিয়েই শুরু হচ্ছে কাজী হায়াতের ‘ইতিহাস’ সিনেমাটির সিক্যুয়েল। প্রথমে পর্বের মত দ্বিতীয় পর্বেও দেখা যাবে এই দুই তারকাকে।
একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে সম্প্রতি সিনেমাটির কথা নিশ্চিত করেছেন নির্মাতা কাজী হায়াত। ‘ইতিহাস’ সিনেমাটির সিক্যুয়েল প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো লাগছে এজন্য যে ইতিহাস-র মতো সুপারহিট সিনেমার সিক্যুয়েল করতে পারছি ভেবে। চলতি বছরই মারুফের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে ইতিহাস ২-এর দৃশ্যধারণ শুরু করবো। সব প্রস্তুতি চলছে।’
জানা গেছে আগের সিনেমাটির গল্পের ধারাবাহিকতায় নির্মিত হবে কাজী হায়াতের ‘ইতিহাস-২’ সিনেমাটি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সিনেমার গল্প লেখার কাজ শেষ করছি। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ ও রত্না। যেখানে ইতিহাস শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ইতিহাস ২। বিশ বছর পর জেল থেকে মারুফ বেরিয়ে আসবে। তারপর বর্তমান সময়ের প্রেক্ষাপটে চলবে গল্প। আর শুরুতে ১০ মিনিট ইতিহাস সিনেমার বিভিন্ন দৃশ্য দেখানো হবে।’
তবে জানা গেছে কাজী মারুফ এবং রত্না ছাড়া সিনেমাটিতে আর কেউ এখনো চূড়ান্ত নয়। ‘ইতিহাস ২’ সিনেমার পরিকল্পনা নিয়ে কাজী হায়াত আরও বলেন, ‘মারুফ যুক্তরাষ্ট্রে থাকে। সেখানে তার ব্যবসা আছে। অনেক ব্যস্ত থাকে। তাই কাজগুলো গুছিয়ে শেষ করতে সময় লাগছে। দুই মাস পর ও দেশে আসবে। তখনই সব কিছু ঠিক করে ইতিহাস ২ ছবির শুটিং শুরু করবো। সিনেমায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গল্প থাকবে। তাই দুই দেশেই হবে শুটিং।’
আদর্শবান এক বাবার ছেলে কিভাবে পুলিশের চক্রান্তের শিকার হয়ে অন্ধকার জগতে পা বাড়ায়, সেই ঘটনা নিয়েই নির্মিত হয়েছিলো কাজী হায়াতের ‘ইতিহাস’ সিনেমাটি। জানা গেছে ১৯৯২ সালে নিজের লেখা এই চলচ্চিত্রের কাহিনীতে কিছুটা কাটছাঁট করে কাজ শুরু করেন কাজী হায়াত। প্রথমে সিনেমাটির নাম ছিলো ‘সন্ত্রাসী মারুফ’। কিন্তু সেন্সরে যাওয়ার আগে পরিচালক মহাম্মদ হাননানের উপদেশে সিনেমাটির নাম রাখা হয় ‘ইতিহাস’।
সামাজিক অ্যাকশনধর্মী এই সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০০২ সালে। দুই দশক পর সিনেমাটির সিক্যুয়েল নির্মানের কাজ শুরু করলেন কাজী হায়াত। উল্লেখ্য যে, পরিচালনার পাশাপাশি ‘ইতিহাস’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াত নিজেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন কাজী মারুফ, রত্না, মৌসুমী, কাজী হায়াৎ প্রমুখ। ২০০২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি শাখায় পুরস্কার জিতেছিলো সিনেমাটি।
আরো পড়ুনঃ
প্রকাশ্যে ‘অপারেশন সুন্দরবন’ ট্রেলার: জানা গেলো মুক্তির তারিখ
বক্স অফিসে ‘হাওয়া’ ঝড়ঃ মুক্তির ৩ দিনের সব প্রদর্শনী হাউসফুল!
নিজের প্রযোজনায় পূজা চেরির সাথে জুটি হচ্ছেন সুপারস্টার শাকিব খান