ঢালিউডের জনপ্রিয় তারকা অপু বিশ্বাস অভিনীত বেশীরভাগ সিনেমাই ছিলো রোম্যান্টিক এবং নায়ক নির্ভর। তবে সাম্প্রতিক সময়ে ভিন্ন ধারার বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার ঐতিহাসিক চরিত্রে অপু বিশ্বাস অভিনয় করেছেন। জানা গেছে ঐতিহাসিক ছবি ‘ঈশা খাঁ’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি আর এই সিনেমায় তার চরিত্রের নাম সোনামনি। ঈশা খাঁ’র ভালোবাসার মানুষের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
ঐতিহাসিক এই সিনেমার গল্পে সোনামনির প্রতি ঈশা খাঁ’র ভালোবাসার কাহিনী দেখা যাবে। সোনামনিকে ভালোবাসার নিদর্শন হিসেবে একটি নগর উপহার দিয়েছিলেন ঈশা খাঁ। সোনামনির নামানুসারে সে জায়গার নাম হয় সোনারগাঁও। জানা গেছে আগামী ২২শে জুন থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছবির বেশ কিছু দৃশ্য ও একটি গানের মাধ্যমে শুরু হবে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। ডায়েল রহমান পরিচালিত এই সিনেমায় ঈশা খাঁর চরিত্রে অভিনয় করছেন ডি এ তায়েব।
ভিন্ন আঙ্গিকের এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে একটি জাতীয় পত্রিকার সাথে আলাপকালে অপু বিশ্বাস বলেন, ‘চিত্রনাট্য পড়ছি। যেহেতু ঐতিহাসিক চরিত্র, সে জন্য সেই সময়কার বিষয়গুলো জানতে হচ্ছে। অনলাইনেও ঘাঁটাঘাঁটি করছি। বেশির ভাগ শুটিং হবে ইনডোরে। ক্রোমায় কাজ হবে।’ এখন থেকে একটু ব্যতিক্রম ছবিতে কাজ করতে চান উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি হয়তো থাকব না। কিন্তু আমার কাজ থেকে যাবে। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। তাঁদের কতটা ভালো কাজ উপহার দিতে পেরেছি, জানি না। এখন একটু মনে রাখার মতো কাজ করতে চাই।’
‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং থেকে অপু বিশ্বাস এবং নিরব হোসেন।#ফিল্মীমাইক #বাংলা_সিনেমা #ঢালিউড #অপু_বিশ্বাস #নিরব #Filmymike #BanglaCinema #Dhallywood #ApuBiswas #NirabHossain pic.twitter.com/nlNb6w9l6T
— FilmyMike.com (@FilmyMikeBD) June 19, 2021
সম্প্রতি কলকাতায় ‘শর্টকাট’, বাংলাদেশে ‘প্রিয় কমলা’ নামের দুটি সিনেমায় ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেছেন বলেও জানিয়েছেন অপু বিশ্বাস। এছাড়া ‘ছায়াবৃক্ষ’ নামে আরেকটি সিনেমার কাজ প্রায় শেষ। সিনেমাটিতে তার অভিনীত চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘ছায়াবৃক্ষ সিনেমায় আমাকে এক চা–শ্রমিকের চরিত্রে দেখা যাবে। চরিত্রটির জন্য আমাকে পুরো শরীরে কালি মাখতে হয়েছিল। লুক তৈরি করতেই দেড়–দুই ঘণ্টা মেকআপ নিতে হয় আমাকে।’
আরো পড়ুনঃ
নতুন সিনেমায় অপু বিশ্বাস: জুটি বাঁধলেন জয় চৌধুরীর সাথে
কলকাতার সিনেমা দিয়ে তিন বছর পর বড় পর্দায় অপু বিশ্বাস
মা-ছেলের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানঃ প্রযোজনায় আসছেন অপু বিশ্বাস