চলতি বছরের মে মাসে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা পাওয়া গিয়েছিলো। নতুন এই প্রতিষ্ঠানের ব্যানারে একসাথে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান। এর আগে এই প্রতিষ্ঠানগুলোর সাথে ‘তুফান’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। সিনেমার ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা হিসেবে আরো দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান।
একসাথে নতুন দুই সিনেমায় শাকিব খানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। গত সপ্তাহেই শাকিব খানের সাথে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দর্শক ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমার কথা ভেবে আরও বড় পরিসরে নির্মিত হবে এগুলো। শীর্ষ পরিচালক ও শিল্পীদের নিয়েই সিনেমাগুলো নির্মিত হবে বলে জানিয়েছেন শাহরিয়ার শাকিল।
শাকিব খানকে নিয়ে এই সিনেমাগুলোর নির্মাতা নিয়ে এখনই কথা বলতে চান না সংশ্লিষ্টরা। সিনেমাগুলোর নির্মাতা প্রসঙ্গে শাকিল বলেন, ‘এক সপ্তাহ পরই পুরো ঘোষণা দেব। যে কারণে এ মুহূর্তে সিনেমার নাম বলতে চাইছি না। তবে গল্প চূড়ান্ত। এখনো চিত্রনাট্যের কিছু কাজ চলছে। আর পরিচালকদের সম্পর্কে এখনই বলা যাবে না। তবে দেশের সেরা পরিচালকেরাই কাজ করবেন।‘
তবে এই সিনেমাগুলো যৌথ প্রযোজনা নয় বলে নিশ্চিত করেছেন এই প্রযোজক। এসভিএফের বাংলাদেশ অফিস প্রযোজনায় এগুলো বাংলাদেশেরই সিনেমা বলে জানিয়েছেন শাহরিয়ার শাকিল। সিনেমাগুলোতে দেশের অভিনয়শিল্পীরাই অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া এই সিনেমাগুলোর দৃশ্যধারনও দেশে হবে বলে নিশ্চিত করেছেন শাকিল।
এই প্রতিষ্ঠানগুলোর প্রযোজনায় ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছিলেন সুপারস্টার শাকিব খান। স্বাভাবিক ভাবেই, নির্মানাধীন এই সিনেমাগুলোর মধ্যে ‘তুফান’ সিক্যুয়েল নিয়ে আলোচনা এসেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ্য থেকে শাহরিয়ার শাকিল বিষয়টি নাকচ করে দিয়েছেন। শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া এই দুই সিনেমার মধ্যে ‘তুফান’-এর সিকুয়েল নেই বলে জানিয়েছেন তিনি। তবে ‘তুফান ২’ নিয়েও প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে শীগ্রই।
অবশ্য একসাথে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দেশীয় সিনেমার সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান। গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’-এর সাফল্যের পর এই মুহুর্তে শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটি আগামী ১৫ই নভেম্বর মুক্তি পাবে। এরপর শাকিব খান ‘বরবাদ’ নামে নতুন একটি সিনেমার কাজ শুরু কথা রয়েছে।
আরো পড়ুনঃ
শিহাব শাহীন পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন নিশো!
রোমান্স, অ্যাকশন আর থ্রিলারে ভরপুর ‘দরদ’: জানা গেলো মুক্তি তারিখ
এবার জিৎকে নিয়ে রাফীর সিনেমা ‘লায়ন’: সাথে আছেন শরিফুল রাজ