আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ চরিত্রের জন্য নতুন মুখের সন্ধানে আয়োজন করেছিল রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’ আর এই রিয়েলিটি শো’তে প্রথম রানারআপ হয়েছিলেন সম্ভাবনাময়ী নতুন মুখ সাজ্জাদ হোসেন। সম্প্রতি জানা গেছে একসাথে তিন সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন ‘মাসুদ রানা’র সেই সাজ্জাদ হোসেন।
এই তিন সিনেমার প্রথমটি হচ্ছে হলিউড ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘এমআর নাইন- মাসুদ রানা’। সিনেমাটিতে তিনি একজন সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করছেন। আগামী জুলাই থেকে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। এই সিনেমাটি ছাড়াও সাজ্জাদ হোসেন অভিনয় করছেন আরো দুইটি সিনেমায়।
এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে সাজ্জাদ বলেন, ‘”এমআর নাইন” ছাড়াও জাজ থেকে “মোনা” নামে আরেকটি ছবি হবে। সেখানেও আমি থাকবো। চূড়ান্ত হয়েছে। এছাড়া শাপলা মিডিয়ার একটি নতুন সিনেমায় কথা চলছে। এস আই খানের পরিচালনায় ছবির নাম “অরণ্যে রোদন”। এখনো সাইন করিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে এই তিনটি ছবি করবো।’
আর সিনেমাগুলোর শুটিং শুরুর প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই থেকে এমআর নাইন করবো। এখন পুরিপুরি এর জন্য প্রস্তুতি নিচ্ছি। অরণ্যের রোদনের কাজটি ঠিকঠাক থাকলে ঈদের পরেই শুটিংয়ে নামবো। সিনেমার জন্য নাটকে কাজ করছি না। গত ভালোবাসা দিবসের জন্য এক্সক্লুসিভ একটি নাটকে কাজ করেছিলাম ও একটি মিউজিক ভিডিও করেছিলাম।’
অন্যদিকে এখন সিনেমাতে পূর্ন মনোযোগ দিতে চান উল্লেখ করে সাজ্জাদ আরো বলেন, ‘আমার পূর্ণ মনোযোগ সিনেমাতে। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো সিনেমায় কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। কাজ দিয়েই বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই।’
চলচ্চিত্রের শিল্পী সংকটের সময়ে সাজ্জাদ হোসেনের মত নতুন মুখ সিনেমার জন্য আশীর্বাদ করছেন সংশ্লিষ্ঠরা। এখন নতুন সিনেমাগুলো মুক্তির পর দর্শকরা সাজ্জাদকে কিভাবে স্বাগত জানান সেটা সময়ই বলে দিবে।
আরো পড়ুনঃ
চার ভিলেন নিয়ে ‘মাসুদ রানা’: থাকবে জেমস বন্ড ধরনের একশন
রাসেল এবং পূজার পর ‘মাসুদ রানা’ সিনেমায় যুক্ত হলেন অমনি