আসছে ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছিলো বেশ কয়েকটি সিনেমা। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে ছিলো শাকিব খানের ‘অন্ত্ররাত্না’ ‘বিদ্রোহী’, আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ এবং সিয়াম আহমেদের ‘শান’ সহ আরো কয়েকটি সিনেমা। তবে করোনা পরিস্থিতির কারনে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন সিনেমাগুলোর প্রযোজক। তবে এবার ভিন্ন পথে হাঁটলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা-প্রযোজক ডিপজল।
সম্প্রতি জানা গেছে আগামী ঈদে মুক্তি পাচ্ছে ডিপজল প্রযোজিত এবং অভিনীত সিনেমা ‘সৌভাগ্য’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছে চিত্রনায়িকা মৌসুমী। এই পরিস্থিতিতে ঈদে সিনেমা মুক্তি প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে ডিপজল বলেন, ‘ঈদ দর্শকের জন্য একটি বড় আনন্দ উৎসব। এ উৎসবে বিনোদনের বড় উপাদান সিনেমা দেখা। দর্শক আনন্দ নিয়ে সিনেমা দেখতে যাবে, এটাই আমাদের ঈদের অন্যতম একটি উপলক্ষ্য। করোনায় মানুষের মধ্যে আনন্দ নেই। মানুষকে একটু বিনোদন দেয়ার জন্যই সিনেমাটি মুক্তি দিচ্ছি।‘
এছাড়া প্রেক্ষাগৃহ মালিকদের চলমান লকডাউনে ক্ষতির কথা উল্লেখ করে ডিপজল আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক সিনেমা হল বন্ধ হয়ে রয়েছে। মাসের পর মাস হল মালিকরা লোকসান দিচ্ছে। ঈদ তাদের জন্য ব্যবসার সবচেয়ে বড় উৎসব। ইতোমধ্যে আমার সিনেমাটি মুক্তি উপলক্ষে অনেক সিনেমা হল খোলার প্রস্তুতি নিয়েছে। সিনেমাটি চালাতে তারা আগ্রহী। আমি মনে করি, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি চালিয়ে যদি হল মালিকরা লাভের মুখ দেখে তবে তা ইন্ডাস্ট্রি সচলে ভূমিকা রাখবে। অন্য প্রযোজকরাও তাদের সিনেমা মুক্তি দিতে আগ্রহী হয়ে উঠবে।‘
আর করোন বাস্তবতা মেনে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কবে যাবে তার নিশ্চয়তা নেই। এটা মেনে নিয়েই আমাদের চলতে হবে। বসে থাকলে হবে না। এ বিষয়টি উপলব্ধি করেই আমার সিনেমা মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাউকে না কাউকে করোনার এ সময়ে সিনেমা মুক্তি দেয়ার ঝুঁকি নিতে হবে। তা নাহলে, ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা যাবে না। মাসের পর মাস ইন্ডাস্ট্রি বন্ধ থাকতে পারে না। বিষয়টি উপলব্ধি করেই সৌভাগ্য মুক্তি দিচ্ছি।‘
অন্যদিকে ‘সৌভাগ্য’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সিনেমার প্রতি দর্শকের ব্যাপক আগ্রহ রয়েছে। আমি গল্প নির্ভর সিনেমা বানাই। দর্শক যাতে পয়সা খরচ করে একটি ভালো সিনেমা উপভোগ করতে পারেন, এ বিষয়টি মাথায় রাখি। আমার দৃঢ় বিশ্বাস, সৌভাগ্য দেখে দর্শকের পয়সা উসুল হবে। তারা হতাশ হবেন না। আনন্দ নিয়ে সিনেমা হল থেকে বের হবেন।‘
উল্লেখ্য যে, ‘সৌভাগ্য’ সিনেমাটির ট্রেলার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। অমি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা এফ আই মানিক। ডিপজল এবং মৌসুমি ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসুদ প্রমুখ।
আরো পড়ুনঃ
ঈদে মুক্তি পাচ্ছে না ‘শান’: জানালেন সিনেমাটির প্রযোজক নিজেই
ঢালিউডের ঈদের সিনেমা: করোনা মহামারীতে আবারো অনিশ্চয়তা!