বিগত এক দশকের বেশী সময় ধরে ঈদে রাজত্ব করছেন দেশীয় সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। প্রতি বছর ঈদে শাকিব খান অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেতে দেখা গেছে। এমনকি একই সাথে ঈদে শাকিব খান অভিনীত ৫/৭ সিনেমা মুক্তির নজিরও আছে ঢালিউডে। গত ঈদেও মুক্তি পেয়েছিলো শাকিব খান অভিনীত দুটি সিনেমা। জানা গেছে এবার একসাথে তিন সিনেমা নিয়ে আগামী ঈদে প্রেক্ষাগৃহে ফিরছেন শাকিব খান।
২০২২ সালে ঈদে ‘গলুই’ এবং ‘বিদ্রোহী’ সিনেমাগুলোর দখলেই ছিলো দেশের সবচেয়ে বেশী প্রেক্ষাগৃহ। গত বছরের কোরবানির ঈদে এই তারকার কোন সিনেমা মুক্তি না পেলেও ২০২৩ সালের ঈদুল ফিতরে শাকিব অভিনীত একসঙ্গে তিনটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে! সবকিছু ঠিক থাকলে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমাগুলোর মাধ্যমে আগামী ঈদে প্রেক্ষাগৃহে ফিরছেন শাকিব খান।
শাকিব খান অভিনীত এই তিনটি সিনেমারই দৃশ্যধারনের কাজ ইতিমধ্যে শেষ করেছেন নির্মাতারা। সম্প্রতি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি সেন্সর বোর্ড থেকে কর্তন ছাড়াই মুক্তির অনুমতি লাভ করেছে। ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নাট্য নির্মাতা তপু খান। সিনেমাটিতে শাকিব খানের সাথে জুটি হয়ে আবারো বড় পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। আর সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
ব্যাক্তিগত বিতর্ক পিছনে ফেলে একসাথে কাজে ফিরলেন শাকিব খান এবং বুবলী। ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার গানের চিত্রায়নে দেখা গেছে তাদের।#ফিল্মীমাইক #ঢালিউড #বাংলা_সিনেমা #Filmymike #Dhallywood #BanglaCinema #ShakibKhan #Bubly #Leader #TopuKhan @ShakibKhanBD @ShobnomBubly pic.twitter.com/MtqjJE17BE
— FilmyMike.com (@FilmyMikeBD) October 1, 2022
অন্যদিকে ‘অন্তরাত্মা’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ‘অন্তরাত্মা’ সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মত একসাথে কাজ করতে যাচ্ছেন শাকিব খান এবং সোহানী হোসেন। এর আগে শাকিব খান অভিনীত ‘সত্তা’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন সোহানী হোসেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমাটিও আগামী ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
#অন্তরাত্মা সিনেমার সেট থেকে #শাকিব_খান এবং #দর্শনা_বনিক#FilmyMike #ফিল্মীমাইক #ঢালিউড #Dhallywood #বাংলা_সিনেমা #BanglaCinema pic.twitter.com/bkEgDyPzQy
— FilmyMike.com (@FilmyMikeBD) April 21, 2021
এদিকে ২০১৯ সালে সুপারস্টার শাকিব খান এবং অভিষিক্ত জাহারা মিতুকে ‘আগুন’ সিনেমার কাজ শুরু করেছিলেন ব্যবসা সফল নির্মাতা বদিউল আলম খোকন। এরপর করোনা মহামারী সহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারনে আটকে ছিলো সিনেমাটির কাজ। দীর্ঘদিন আটকে থাকার কারনে সিনেমাটির ভবিষ্যৎ নিয়েও দেখা গিয়েছিলো অনিশ্চয়তা। তবে অবশেষে জানা গেছে জাহারা মিতুকে নিয়ে সম্প্রতি ‘আগুন’ সিনেমার দৃশ্যায়নে অংশ নিয়েছেন শাকিব খান। এই সিনেমাটিও আগামী ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
বদিউল আলম খোকন পরিচালিত #আগুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু।#ফিল্মীমাইক #ঢালিউড #Filmymike #Dhallywood #ShakibKhan #JaharaMitu #Agun #BadiulAlamKhokon pic.twitter.com/r0h8ND8a9o
— FilmyMike.com (@FilmyMikeBD) November 10, 2022
শাকিব খানের সিনেমার আলাদা একটি চাহিদা রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং প্রেক্ষাগৃহ মালিকদের মতে, শাকিবের সিনেমা মুক্তি পেলেই গ্রামগঞ্জের বন্ধ থাকা প্রেক্ষাগৃহ খুলে যায়। এ কারণে তারা সবসময়ই শাকিবের ছবিগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন। মুক্তির আগেই প্রযোজকরা সিনেমার টেবিল কালেকশন করতে পারেন। আগামী ঈদে শাকিব খানের তিনটি ভিন্ন কনসেপ্টের সিনেমা দিয়ে আবার ঝিমিয়ে পড়া চলচ্চিত্র ব্যবসায় গতি আনবে বলে মনে করছেন সবাই।
তবে ঈদে তিন সিনেমা মুক্তি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সময়ের সবচেয়ে বড় এই সুপারস্টার। এই তিনটি সিনেমারই প্রযোজক তিন জন। সিনেমাগুলোর দৃশ্যধারন ইতিমধ্যে শেষ হওয়ার কারনে আপাতত এগুলোর মুক্তিতে কোনো বাঁধা নেই। এখন মুক্তির বিষয়টি পুরোপুরি প্রযোজকদের হাতে। শাকিব খান চাইছেন, মুক্তির জন্য প্রস্তুত থাকা তার সবগুলো সিনেমাই যেন মুক্তি পায়। মহামারীর কারনে প্রায় দুই বছর নতুন সিনেমার মুক্তি ছিলো অনিয়মিত। এরপর গত বছর দুটি সিনেমা মুক্তির পর অনেকদিন থেকেই বড় পর্দায় অনুপস্থিত শাকিব খান।
উল্লেখ্য যে, শাকিব খান অভিনীত নতুন কয়েকটি সিনেমার ঘোষণা ইতিমধ্যে পাওয়া গেছে। হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি বর্তমানে নির্মানাধীন রয়েছে। এছাড়া কিছুদিন আগে শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন আলোচিত নির্মাতা রায়হান রাফী। তবে ইতিমধ্যে কয়েক মাস পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ শুরুর কোন কথা এখনো শোনা যায়নি। এর বাইরে শাকিব খানের নিজের প্রযোজনায় ‘মায়া’ এবং সানী সারোয়ারের পরিচালনায় ‘শের খান’ নামে আরো দুটি সিনেমার কাজ শুরুর কথা রয়েছে।
আরো পড়ুনঃ
কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেলো শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’
নির্মাতার উপর বিরক্ত শাকিব খানঃ ‘প্রেমিক’ সিনেমার কাজ অনিশ্চিত
জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’ সিনেমার দৃশ্যায়নে ফিরছেন শাকিব খান