চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো ঢালিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। কিন্তু করোনার ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারনে স্থগিত করা হয় সিনেমাটির মুক্তি। এরপর থেকে সিনেমাটির জন্য অপেক্ষায় আছেন সিয়াম আহমদের ভক্তরা। অবশেষে নিশ্চিত হওয়া গেছে সিনেমাটির মুক্তি তারিখ। সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে ঈদে আসছে ‘শান’ সিনেমাটি। আর রোজার ঈদে সিনেমাটির মুক্তি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান।
পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ’শান’ পরিচালনা করেছেন নবীন নির্মাতা এম রাহিম। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ সিনেমাগুলোতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে রাহিম বলেন, ‘বিগ বাজেটের ছবি শান। এটা আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি ছবি। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি দিতে পারিনি। সেটা করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে শান মুক্তি পাবে।’
প্রতীক্ষিত এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর স্বস্তি প্রকাশ করে নায়ক সিয়াম বলেন, ‘শান ছবিটি বড় একটি প্রজেক্ট। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম ছবিটিতে কাজ করেছি। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। তাই ছবিটি নিয়ে সব সময় তারা খোঁজ খবর রেখেছেন। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় আমিও বার বার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম কবে শান মুক্তি পাবে। আশা করি ঈদে ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।’
এদিকে ঈদে ‘শান’ সিনেমাটির মুক্তির ঘোষনায় বক্স অফিসে বড় ধরনের লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েচেহ। কিছুদিন আগেই শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছিলেন আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে সরকারী অনুদানের এই সিনেমাটি। একই দিনে ঈদকে কেন্দ্র করে সিনেমাগুলোর মুক্তিতে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন সুপারস্টার শাকিব খান এবং সিয়াম আহমেদ।
আগামী ঈদে ‘গলুই’ সিনেমার মুক্তি প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেছিলেন, ‘যেহেতু অনুদানের ছবি, তাই আমাদের একটা নিয়ম ছিল চলতি বছরেই নির্মাণ শেষ করে এটি জমা দিতে হবে। সে অনুযায়ী আমরা জমা দিয়ে এর সেন্সরপত্রও পেয়েছি। আবার অনুদানের পাশাপাশি বড় ধরনের লগ্নি করা হয়েছে এ ছবিতে। তাই আমরা রোজার ঈদে এটি মুক্তি দিতে চাই।’
প্রসঙ্গত, ‘শান’ সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ছবিটিতে সিয়ামের নায়িকা পূজা চেরী। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।
অন্যদিকে ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘গলুই’ সিনেমাটি। ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মত অভিনয় করছেন পূজা চেরি। সিনেমাটিতে পূজা চেরি অভিনীত চরিত্রের নাম ‘মালা’ আর শাকিব খান অভিনয় করছেন ‘লালু’ চরিত্রে।
আরো পড়ুনঃ
চলতি বছরের ঈদে আসছে দীপংকর দীপনের নতুন থ্রিলার ‘অপারেশন সুন্দরবন’
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা
‘মুখোশ’ উম্মোচন করতে আগামী মার্চে আসছেন ক্রাইম রিপোর্টার পরী মনি