দেশীয় সিনেমার সম্ভাবনাময়ী অভিনেতা আদর আজাদ অভিনীত ‘লোকাল’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ঈদে। রাজনৈতিক গল্পের সিনেমাটি দর্শকদের কাছে দারুণ প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছে। সিনেমাটিতে আদর আজাদের বিপরীতে দেখা গেছে বুবলীকে। এর আগে চিত্রনায়িক মাহির বিপরীতেও অভিনয় করেছেন এই অভিনেতা। সম্প্রতি জানা গেলো আদর আজাদের নতুন আরো একটি সিনেমা কথা। আর বুবলীর পর নতুন এই সিনেমায় আদর আজাদের বিপরীতে আসছেন কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বনিক।
চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে আসার পর নিজেকে অন্যতম সম্ভাবনাময়ী তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আদর আজাদ। সাইফ চন্দন পরিচালিত ঈদের সিনেমা ‘লোকাল’-এর রেশ না কাটতেই জানা গেছে ‘লিপস্টিক’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আদর। বুধবার (১০ মে) নিজের জন্মদিনে নতুন সিনেমার খবর জানালেন আদর আজাদ। এই অভিনেতা সূত্রে জানা গেছে, তার নতুন সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। আর এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু।
এর আগে দেশীয় সিনেমার শীর্ষস্থানীয় অভিনেত্রী মাহিয়া মাহি এবং বুবলীর সাথে জুটি হয়ে পর্দায় হাজির হয়েছিলেন আদর আজাদ। এবার তাকে দেখা যাবে কলকাতার নায়িকার বিপরীতে। সিনেমাটি প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এটা আমার জন্য দারুণ আনন্দের প্রাপ্তি। জন্মদিনের রাতে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এটি ক্রাইম থ্রিলার ধাঁচের গল্পের ছবি। আশা করছি, ভালো কিছু দিতে পারবো। এবারের জন্মদিনে অনেক উপহার পেয়েছি। কিন্তু এই উপহারটি আমার কাছে অন্যরকম স্পেশাল।‘
এদিকে ‘লিপস্টিক’ সিনেমার নির্মাতা কামরুজ্জামান রুমান জানিয়েছেন ‘লোকাল’ সিনেমার অভিনয় দেখেই তাকে চুক্তিবদ্ধ করা সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আগামী জুলাইয়ে সিনেমাটির দৃশ্যধারন শুরু কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘লোকাল ছবিতে আদর আজাদের অভিনয় এবং লুক দেখেই আমি আমার প্রযোজক ও রাইটারের পছন্দ হয়ে যায়। আদরের বিপরীতে দর্শনাকে চূড়ান্ত করে অ্যাকশন-থ্রিলার ঘরানার লিপস্টিক-র পরিকল্পনা করা। সবকিছু ঠিক থাকলে জুলাইতে শুরু হবে লিপস্টিক-র শুটিং।‘
Mesmerising #darshanabanik #celebrity #celebrate #beauty #sexyactress #hotnbeauty #tollywoodbeauty #tollywoodhot #tollywood #mimichakraborty #nusratjahan #raimasen #riasen #shuvoshree #shrabonti #sushmitamukherjee #rukminimaitra #nusratfaria #mahiyamahi #bidyasinhamim pic.twitter.com/1yJlKzGZVN
— Filmydiva (@Filmydiva1) May 5, 2023
অন্যদিকে ‘লিপস্টিক’ সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে দর্শনা বনিক বলেন, ‘অনেক আগেই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। গল্পটি শুনে বেশ ভালো লেগেছে। সবকিছু মিলে যাওয়াতে কাজটি করছি। শাকিব খানের পর নতুন নায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বার ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছি।‘ দর্শকদের জন্য ভিন্ন স্বাদের কিছু নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করে তিনি আরো বলেন, ‘বেশ ভালো লাগছে। ঢাকার দর্শকরা ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে চলেছেন।‘
উল্লেখ্য যে, নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে নির্মাতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন আদর আজাদ। ‘লোকাল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দারুণ আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে আদর আজাদ অভিনীত ‘নাকফুল’, ‘যন্ত্রণা’, ‘চিৎকার’ ও ‘পোড়া অন্তর’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘রাইটার’ ও ‘মুক্তি’ নামে আদরের আরো দুটি সিনেমা নির্মাণাধীন রয়েছে। এগুলো আছারা নতুন আরও কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শীগ্রই সিনেমাগুলো চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে হাজির হতে যাচ্ছেন ঢালিউডের নতুন সম্ভাবনা আদর আজাদ।
প্রসঙ্গত, ঢালিউডে দর্শনা বনিক অভিনীত একটি সিনেমা ইতিমধ্যে মুক্তি পেয়েছে। দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ নামের এই সিনেমায় তিনি অভিনয় করেছেন জিয়াউল রোশনের বিপরীতে। এছাড়া সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ নামে আরো একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বেশ আগেই সিনেমাটির দৃশ্যধারন শেষ করেছেন দর্শনা। জিয়াউল রোশন এবং শাকিব খানের পর এর আদর আজাদের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। ঢালিউডে ‘লিপস্টিক’ দর্শনার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে।
আরো পড়ুনঃ
প্রশংসিত আদর-বুবলী জুটির ‘লোকাল’: দ্বিতীয় সপ্তাহে বাড়ছে প্রেক্ষাগৃহ সংখ্যা
ট্রেলারে চমক দেখালো আদর এবং বুবলী জুটির সিনেমা ‘লোকাল’: ঈদে মুক্তি
শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বনিক