আগ্রহের শীর্ষে ‘প্রিয়তমা’: ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’ এবং ‘রিভেঞ্জ’

আগ্রহের শীর্ষে ‘প্রিয়তমা’

গত ঈদুল ফিতরে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো মোট আটটি সিনেমা। মুক্তির পর কয়েকদিন সিনেমাগুলো দর্শক টানতে সক্ষম হলেও, শেষ পর্যন্ত বক্স অফিস ফলাফল আশানুরূপ ছিলো না। আগামী ঈদুল আযহায় মুক্তির আওয়াজ তুলেছিলো বেশ কয়েকটি সিনেমা। এগুলো হচ্ছে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘অন্তর্জাল’, ‘লাল শাড়ি’, ‘রিভেঞ্জ’ এবং ‘ক্যাসিনো’। সিনেমাগুলোর মধ্যে আলোচনায় রয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং আরফান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। আর শেষ মুহুর্তে এসে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ ও এমডি ইকবাল পরিচালিত সিনেমা ‘রিভেঞ্জ’।

মুক্তি নিশ্চিত হওয়া সিনেমাগুলোর মধ্যে দর্শক এবং প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমার ইতিমধ্যে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হওয়া গেছে। গুঞ্জন শোনা যাচ্ছিলো, প্রেক্ষাগৃহ না পাওয়ার কারনে ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’ এবং ‘রিভেঞ্জ’ সিনেমাগুলো। কারণ সীমিত প্রেক্ষাগৃহের মধ্যে ‘প্রিয়তমা’ সিংহভাগ দখলে নিয়ে নিচ্ছে। বাকী সিনেমাগুলো মুক্তি জন্য অবশিষ্ট থাকছে সীমিত কিছু প্রেক্ষাগৃহ। এর অবস্থায় প্রেক্ষাগৃহ না পাওয়ায় ঈদে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

তবে ‘অন্তর্জাল’ এবং ‘রিভেঞ্জ’ সিনেমাগুলোর নির্মাতারা বলছেন অন্য কথা। ঈদে মুক্তি না দেওয়া প্রসঙ্গে নিজের ফেসবুকে একটি পোষ্ট করেছেন ‘অন্তর্জাল’ নির্মাতা দীপঙ্কর দীপন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘না অন্তর্জাল কোন সিনেমার ভয়ে সরে যায়নি- প্রতিযোগিতাও অনুভব করেনি। কারণ আমরা সিনেমা নির্মাণকে কুস্তির মঞ্চ মনে করি না – সিনেমা নির্মাণে একটা স্মার্ট প্রজন্ম গড়ে উঠা প্রয়োজন- আর সেটা হচ্ছে। বাংলাদেশের সিনেমায় এক অদ্ভুত পূর্নজাগরণের সময় চলছে, এবার ঈদের তার ছাপ খুব পরিষ্কার। এক সাথে অনেকগুলো ভাল সিনেমা তৈরী হয়ে আছে- সেসব নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে- এমনটা হওয়া ভীষন আশা জাগানিয়া।‘

ঈদে মুক্তি অপেক্ষায় থাকা অন্য সিনেমাগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘হিমেল আশরাফ আর শাকিব খানের প্রিয়তমা নিয়ে ক্রেজ, উন্মাদনা, প্রশংসা সব দিক দিয়ে ছাপিয়ে গেযছে। আফরান নিশোর মত দুর্দান্ত অভিনেতা এত বছর পর সিনেমায় আসছে। রায়হান রাফির সুড়ঙ্গ  সিনেমার জন্য সবার মত আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। জিরো ডিগ্রী-র পর মাহফুজ আহমেদ আবার চলচ্চিত্রে আসছে চয়নিকা চৌধুরীর প্রহেলিকা নিয়ে। নীরব-বুবলি-তাসকিন আর সৈকত নাসিরে ট্রেইলার এর তার শক্তির কথা জানান দিয়েছে। অপু বিশ্বাস আর বন্ধন বিশ্বাসের লাল শাড়ি আমাদের দিয়েছে বৈশাখের অন্যতম একটি সেরা গান। একটা অভাবনীয় সিনেমার জোয়ার তৈরী হয়েছে।‘

এছাড়া ‘অন্তর্জাল’ সিনেমার কাজ প্রসঙ্গে তিনি লিখেন, ‘আমাদের ছবি অন্তর্জাল সম্পূর্ণ তৈরী। ভিএফক্স ৯৭,৫৩৪ নম্বর ফ্রেমটির ও ডিপিএক্স আমাদের কাছে আছে। তবে যেহেতু একটি সময় পেলাম, তাই টেকনিকাল বিষয়গুলো আরেকটু সাজিয়ে নেব। ভি এফ এক্স এর কাজ হচ্ছে বৌ সাজানোর মত, যতটা সময় পাওয়া যায় ততটা ভাল হয়। অন্তর্জাল-র একটা বড় টার্গেট বিদেশের বাজার। নয়তো আজকের দিনে ৫ কোটি টাকা দিয়ে কেউ দেশিয় বাজার মাথায় রেখে সিনেমা কেন বানাবে? তার জন্য যে টেকনিকাল পারফেকশন দরকার সেটিও আছে অন্তর্জাল-এ।‘

এদিকে রোশন এবং বুবলীকে নিয়ে ‘রিভেঞ্জ’ সিনেমাটি আসছে ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিলেন আলোচিত নির্মাতা এমডি ইকবাল। সিনেমাটি ঈদে মুক্তি না দেয়া প্রসঙ্গে এক আলাপচারিতায় ইকবাল জানান যে, ঈদে ডিপজলের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তার অনুরোধে তিনি ‘রিভেঞ্জ’ ঈদে মুক্তি দিচ্ছেন না। প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে (ডিপজল) আমি অভিভাবক মনে করি। তার সঙ্গে যেন ক্ল্যাশ না হয় এজন্য তার অনুরোধে মুক্তি দিচ্ছি না।‘ যদিও এই ঈদে ডিপজলের কোন সিনেমা মুক্তির কথা শোনা যায়নি কোথাও।

উল্লেখ্য যে, দেশীয় সিনেমার প্রেক্ষাগৃহ মালিক এবং বুকিং এজেন্টদের আগ্রহের শীর্ষে রয়েছে ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’ সিনেমাগুলো। ইতিমধ্যে দুটি সিনেমাই আলোচনার জন্ম দিতে সক্ষম হয়েছে। প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টদের এই সিনেমা নিয়ে আগ্রহের কারনেই ‘অন্তর্জাল’ এবং ‘সুড়ঙ্গ’ মুক্তি থেকে সরে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। ঈদের সিনেমা পরিবেশনার সঙ্গে জড়িত একাধিক সূত্র জানিয়েছে, ঈদে একক স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলোতে দাপট দেখাবে সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’। সেই সাথে আলোচনায় থাকবে আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’।

আরো পড়ুনঃ
আগামী ঈদেও শাকিবের দাপটঃ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’
আগামী ঈদে তিন আলোচিত সিনেমায় ত্রিমুখী লড়াইয়ে ঢালিউড বক্স অফিস
প্রেক্ষাগৃহ ১০০-এর কমঃ ঈদে মুক্তির জন্য প্রস্তুত অর্ধডজনের বেশী সিনেমা!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: