ইতিমধ্যে আগামী ঈদে মুক্তি নিজেদের সিনেমা মুক্তির জন্য ঘোষনা দিয়েছে কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠান। এই তালিকায় এবার যুক্ত হলো নতুন সিনেমা। জানা গেছে এসএইচকে গ্লোবাল প্রযোজিত সাইকো-থ্রিলার সিনেমা ‘প্ল্যানার’ আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে। আপেল আকবরের লেখা কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন খান সোহেল।
এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে এসএইচকে গ্লোবাল -এর সিইও ইমদাদুল ইসলাম যিকরান বলেন, ‘এক ঝাঁক তারকা নিয়ে গল্পনির্ভর ‘প্ল্যানার’ চলচ্চিত্রটি নির্মাণ করছি। যেখানে নাই কোন গতানুগতিক নায়ক-নায়িকা ভিত্তিক কিছু, গল্পই সেখানে সব। গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে আমরা পরিচিত মুখ নিয়ে কাজটি করছি।’
অন্যদিকে সিনেমাটি প্রসঙ্গে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা সোহেল বলেন, ‘প্ল্যানার এর গল্প গতানুগতিক নায়ক-নায়িকা ভিত্তিক না, গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে আমরা পরিচিত মুখ নিয়ে কাজটি করছি। আসন্ন ঈদে সিনেমাটি আমরা বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আশা করছি দর্শকদের গল্পনির্ভর ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
‘প্ল্যানার’ সিনেমায় অভিনয় করছেন- ফারিন খান, শামস হাসান কাদির, আমান রেজা, অরিন, জুলহাস যুবায়ের, কাজী নওশাবা, কুমার উদয়, আদ্রিকা অ্যানি, শান্তা পাল, অনিক রহমান অভি, শিমুল খান, হারুন রশিদ, মম শিউলী, মনিষা সিকদার, জামাল রক্সি ও আনোয়ার শাহীসহ অনেকে।
আগামী ঈদে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে অভিনেত্রী ফারিন বলেন, ‘আগামী ঈদ উল ফিতরে চলচ্চিত্রটি বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। আশা করছি দর্শকদের গল্পনির্ভর ভালো একটি সিনেমা উপহার দিতে পারব। বেশ চমৎকার একটা গল্প। ছবিটি ব্যবসা সফল ছবি হবে।’
‘প্ল্যানার’ সিনেমার শুটিং শুরু হয়েছিলো গত বছরের ডিসেম্বরে। জানা গেছে বর্তমানে সিনেমাটির শেষ লটের শুটিং চলছে, যা চলতি সপ্তাহে সম্পন্ন হবে। পুরো কাজ শেষ হওয়ার পর সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হবে।
আরো পড়ুনঃ
ঈদে মুক্তির আওয়াজ তোলা সিনেমাগুলো থেকে বেছে নিন আপনার পছন্দেটি
ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে সিয়াম-পূজার সিনেমা ‘শান’
শেষ হলো গানের রেকর্ডিং: আগামী ঈদে আসছে শাকিব খানের ‘আগুন’
শাকিবের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’: সাথে কলকাতার দর্শনা বনিক
ঢালিউড ২০২১: নতুন বছরে বক্স অফিস মাতাতে পারে যে সিনেমাগুলো