দীর্ঘ বিরতীর পর বড় পর্দায় আসছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা আমিন খান ও পপি জুটির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। দুই বছর আগে ‘সাহসী যোদ্ধা’ নামে এই সিনেমার শুটিং শুরু করেছিলেন পরিচালক সাদেক সিদ্দিকী। করোনা ভাইরাসের সংক্রমণ কমে এলে গত বছরের শেষ দিকে ছবিটির শুটিং শেষ করেন পরিচালক। ইতিমধ্যে সিনেমাটির সেন্সরও সম্পন্ন হয়েছে।
জানা গেছে ছবিটি মু্িক্তর জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ ছবিতে ইমন একজন কাস্টম কমিশনার এবং পপি ডিবি ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছেন।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘সেন্সর বোর্ডের সবাই সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করেছেন। তারা বলেছেন, বহুদিন পর একটি ভালো কমার্শিয়াল সিনেমা দেখেছি। আমিও আশাবাদী সিনেমাটি নিয়ে। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি, আগামী ঈদে সিনেমাটি হলে মুক্তি দেবো।’
অন্যদিকে সিনেমাটি নিয়ে আলাপচারিতায় পপি বলেন, ‘সচরাচর যে ধরনের গল্প নিয়ে ছবি নির্মাণ হয় তা থেকে এ ছবির গল্প একেবারেই আলাদা। এতে আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটিও ব্যতিক্রমী। ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করে আনন্দ পেয়েছি। আশা করছি, দর্শকও ছবিটি উপভোগ করবেন।’
সিনেমাটিতে আমিন খান এবং পপির সাথে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদেক সিদ্দিকীর পরিচালনায় এর আগেও কয়েকবার অভিনয় করেছি। এ ছবিতেও তিনি আমাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। আমি চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আশা করছি, ঈদ উৎসবে এটি দর্শকের বিনোদনের চাহিদা পূরণ করবে।’
উল্লেখ্য যে সাদেক সিদ্দিকী এর আগে ‘হৃদয় ৭১’,‘ ভালোবাসা ছাড়া কেউ কী বাঁচে’,‘ সুন্দরী বেহুলা’সহ আরো বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। আর সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নাহিদা আশরাফ আন্না।
আরো পড়ুনঃ
আগামী ঈদে মুক্তি পাচ্ছে ফারিনের সাইকো থ্রিলার সিনেমা ‘প্ল্যানার’
ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে সিয়াম-পূজার সিনেমা ‘শান’
শেষ হলো গানের রেকর্ডিং: আগামী ঈদে আসছে শাকিব খানের ‘আগুন’
ঈদে মুক্তির আওয়াজ তোলা সিনেমাগুলো থেকে বেছে নিন আপনার পছন্দেটি