দেশীয় সিনেমার বাজারে মুক্তির সবচেয়ে আলোচিত সময় ঈদুল ফিতর। প্রতি বছর ঈদে নিজেদের সিনেমা মুক্তির ঘোষণা দিয়ে থাকেন নির্মাতারা। বিগত দেড়যুগ ধরে ঈদ মানেই ছিলো শাকিব খানের সিনেমা। তবে সাম্প্রতিক সময়ে প্রতি ঈদে শাকিবের সাথে নিজেদের সিনেমা নিয়ে আসছেন অন্য তারকারাও। জানা গেছে আগামী ঈদে ঢালিউডের তিনটি বড় বাজেটের সিনেমার বক্স অফিস লড়াই হতে যাচ্ছে।
গত বছর ঈদুল ফিতরে দেশজুড়ে ২০৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো মোট ১১টি সিনেমা। এরমধ্যে মুক্তির সময় প্রেক্ষাগৃহ এবং বাণিজ্যিকভাবে সবচেয়ে এগিয়ে ছিলো শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। অন্য সিনেমাগুলো মুক্তির আলোচনা ছাড়া তেমন কিছুই করতে পারেনি। বাকিগুলোর মধ্যে কিছুটা এগিয়ে ছিলো শরিফুল ইসলাম রাজ অভিনীত ‘ওমর’ সিনেমাটি।
এরপর ঈদুল আজহায়ও মুক্তি পেয়েছিলো একাধিক সিনেমা। তবে রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তুফান’ সিনেমার সামনে দাঁড়াতে পারেননি আর কেউ। ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত এই অ্যাকশন সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে একক স্ক্রিন – সব ক্ষেত্রেই দারুণ আলোচনার জন্ম দিয়েছিলো। নতুন রুপে দেশের সেরা তারকা ঝড় তুলেছিলেন প্রেক্ষাগৃহে।
ঈদের এখনো কয়েক মাস বাকি থাকলেও, ইতিমধ্যে ঈদুল ফিতরে সিনেমা মুক্তি নিয়ে শুরু হয়েছে আলোচনা। যথারীতি ঈদে মুক্তির মিছিলে আছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা। তবে শাকিবেরটি সহ আগামী ঈদে ঢালিউডের তিনটি বড় বাজেটের সিনেমার বক্স অফিস লড়াইয়ে নামতে পারে বলে জানা গেছে। সিনেমাগুলো নিয়ে আলোচনা দেখে নিন –
০১। শাকিব খানের ‘বরবাদ’
সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি বর্তমানে নির্মানাধীন রয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটির দৃশ্যধারনের কাজ বর্তমানে মুম্বাইয়ে চলছে। শাকিব খানের পাশাপাশি সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষন হচ্ছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। সিনেমাটিতে তাকে খল চরিত্রে দেখা যাবে। আর এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ইধিকা পাল।
ঈদে প্রিয় তারকার সিনেমার জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন শাকিব খানের ভক্তরা। তাই স্বভাবতই ঈদে এই তারকার সিনেমার চাহিদা ব্যাপক। প্রেক্ষাগৃহ মালিকরাও মুখিয়ে থাকেন শাকিবের সিনেমার জন্য। ‘বরবাদ’ সিনেমাটি ঈদকে মাথায় রেখে বড় আয়োজনে নির্মান করতে যাচ্ছেন নির্মাতারা। তাই আগামী ঈদে নিঃসন্দেহে দর্শকদের আগ্রহের শীর্ষে থাকবে ‘বরবাদ’।
০২। রায়হান রাফীর ‘লায়ন’
‘তুফান’ সিনেমাটির বিশাল সাফল্যের পর রায়হান রাফী এবার নির্মান করতে যাচ্ছেন ‘লায়ন’। আর এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন ওপার বাংলার তারকা অভিনেতা জিত। সেই সাথে আছেন দেশীয় চলচ্চিত্রের উঠতি অভিনেতা শরিফুল ইসলাম রাজ। তবে সিনেমাটির অন্যান্য শিল্পী কুশলী নিয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
ওপার বাংলার অভিনেতা জিতের বড় একটি অনুরাগী দল বাংলাদেশেও বিদ্যমান। এর আগেও ঈদে জিতের সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে দেখা গেছে। শাকিব খানের ‘শিকারি’ সিনেমার সাথে জিতের ‘বাদশা’-এর বক্স অফিস লড়াই দেখা গেছে ২০১৬ সালে। সে বছর ঈদে দুটি সিনেমাই প্রেক্ষাগৃহে ভালো আয় করতে সক্ষম হয়েছিলো।
০৩। আফরান নিশোর ‘দাগী’
২০২৩ সালের ২৯ জুন ঈদুল আজহায় মুক্তি পেয়েছিলো ছোট পর্দার অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েছিলেন এই অভিনেতা। সিনেমাটি বক্স অফিসে ভালো আলোচনার জন্ম দিতে সক্ষম হয়েছিলো। ‘সুড়ঙ্গ’-এর পর আফরান নিশোর দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘দাগী’।
জানা গেছে শিহাব শাহিন পরিচালিত এই সিনেমাটি আগামী ঈদে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। এসভিএফ বাংলাদেশ এবং আলফা-আই যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে। ‘সুড়ঙ্গ’ সিনেমাটির ব্যাপক সাফল্য আফরান নিশোকে অন্যতম চাহিদা সম্পন্ন তারকায় পরিণত করেছে। তাই ঈদে ‘দাগী’ সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ থাকবে ব্যাপক।
আগামী ঈদে ঢালিউডের তিনটি বড় বাজেটের সিনেমার বক্স অফিস লড়াই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনাকল্পনা। তবে উপরে উল্লেখিত তিনটি সিনেমার মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার কাজ শুরু হয়েছে। তবে ধারনা করা হচ্ছে খুব শীগ্রই বাকি দুটি সিনেমার কাজে হাত দিবেন নির্মাতারা। ঈদে এর মধ্যে কোন সিনেমাটি এগিয়ে থাকে এখন সেটাই দেখার বিষয়।
আরো পড়ুনঃ
শাকিব খানের ‘বরবাদ’: এবার পর্দায় তার মুখোমুখি ওপার বাংলার যীশু
শিহাব শাহীনের হাত ধরে ‘দাগী’ হয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো
মুখোমুখি শাকিব এবং জিৎ: আবারো বক্স অফিস লড়াইয়ে দুই সুপারস্টার