আগামী ঈদেও শাকিবের দাপটঃ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

আগামী ঈদেও শাকিবের

বিগত এক যুগের বেশী সময় ধরে ঈদ মানেই শাকিব খানের সিনেমা। চলতি বছরের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত আটটি সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সবচেয়ে বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো। এরপর আগামী কুরবানির ঈদে আসছে শাকিবের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলো। সর্বশেষ সিনেমাটির ফার্স্টলুক পোষ্টার এবং গান প্রকাশের পর এটি নিয়ে দর্শকদের আগ্রহ আরো বেড়েছে। জানা গেছে আগামী ঈদেও শাকিবের দাপট অব্যাহত রয়েছে, শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’ সিনেমাটি।

ঈদের তিন আগে পর্যন্ত শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হওয়া গেছে। ফার্স্টলুক প্রকাশের পর থেকেই সিনেমাটির প্রদর্শন স্বত্বের জন্য প্রেক্ষাগৃহ মালিকরা যোগাযোগ করছেন বলে জানিয়েছেন এর নির্মাতা হিমেল আশরাফ। উচ্চ রেন্টালের পাশাপাশি নির্মাতাদের কঠিন শর্ত মেনেই প্রেক্ষাগৃহ মালিকরা সিনেমাটির প্রদর্শন স্বত্ব কিনছেন বলে জানা গেছে। পরিচালক হিমেল আশরাফ সূত্রে জানা গেছে সোমবার (২৬শে জুন) দুপুর পর্যন্ত ১০০ এর বেশী প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে। ঈদের আগের আগামী তিন দিন এই সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন এই নির্মাতা।

নিশ্চিত হওয়া এই ১০০ প্রেক্ষাগৃহের মধ্যে মাল্টিপ্লেক্স এবং দেশের বেশীরভাগ একক স্ক্রিনের প্রেক্ষাগৃহ রয়েছে। এরমধ্যে দেশের সবচেয়ে আধুনিক মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের সব শাখায় ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন হিমেল আশরাফ। একক স্ক্রিনের বড় প্রেক্ষাগৃহের মধ্যে শুধুমাত্র শ্যামলীতে ‘প্রিয়তমা’ প্রদর্শিত হচ্ছে না বলে জানা গেছে। এ প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘দেশে যদি ৫০০ হল থাকতো হয়তো তিনভাগের দুইভাগ হল আমরাই পেতাম। হল মালিক বুকিং এজেন্ট দর্শক সবার কাছে প্রিয়তমা-র চাহিদা এমনই!’

ইতিমধ্যে নিশ্চিত হওয়া প্রেক্ষাগৃহের সাথে আরো প্রেক্ষাগৃহ যুক্ত হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘হাই রেন্টাল দিয়ে প্রতিটি হলে আমরা ছবি দিচ্ছি। আমাদের পলিসিতে রাজি থাকলে আমরা ছবি দিচ্ছি। উন্নত পরিবেশন বা পরিবার নিয়ে যেখানে ছবি দেখার পরিবেশ নেই সেইসব হলে আমরা ছবি দেইনি। কোথাও কম টাকায় আমরা ‘প্রিয়তমা’ দিচ্ছি না। ঈদের ঠিক আগের দিন আমরা চূড়ান্ত হল লিস্ট প্রকাশ করবো। ঈদের পর দেশের বাইরে মুক্তি পাবে। সেগুলো ঈদ পরবর্তীতে জানাবো।‘

তবে ঈদের তিন দিন আগেও সিনেমাটির কোন ট্রেলার প্রকাশ না করায় হতাশা ব্যক্ত করেছেন শাকিব খানের ভক্তরা। এখন পর্যন্ত শুধুমাত্র সিনেমাটিতে শাকিব খানের লুক এবং ঈদের একটি গান ছাড়া কিছুই প্রকাশ করা হয়নি। তবে নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ পেতে পারে ‘প্রিয়তমা’ সিনেমার একটি রোম্যান্টিক গান। আর এই গানের মাধ্যমেই সামনে আসবেন শাকিব খানের প্রিয়তমা ইধিকা। কিছুদিন আগে সিনেমাটিতে ৮০ বছরের বৃদ্ধের লুকে সবাইকে চমকে দিয়েছেন সুপারস্টার শাকিব খান। এবার ইধিকার সাথে পর্দা রসায়ন দেখার অপেক্ষায় সবাই।

উল্লেখ্য যে, অ্যাকশন রোম্যান্টিক গল্পে নির্মিত ‘প্রিয়তমা’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতা বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। প্রয়াত ফারুক হোসেনের কাহিনীতে যৌথভাবে ‘প্রিয়তমা’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। আর এতে ফাইট ডিরেক্টর এবং কোরিওগ্রাফার দেশের বাইরের থাকবেন বলে জানা গেছে। সিনেমাটিকে নির্মাতা হিমেল আশরাফ তার ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবে বলে আসছেন অনেক আগে থেকেই।

আরো পড়ুনঃ
ছাড়পত্র পেয়েছে ‘প্রিয়তমা’: বৃদ্ধ লুকে প্রশংসায় ভাসছেন শাকিব খান
ফার্স্টলুক প্রকাশেই শাকিবের ‘প্রিয়তমা’ প্রদর্শনে আগ্রহী ২৭টি প্রেক্ষাগৃহ
‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্টলুকে ঝড় তুললেন ঢালিউড সুপারস্টার শাকিব

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত