প্রকাশ করা হয়েছে নতুন দিনের অভিনেতা ম্যাক দিদার অভিনীত ‘ফোর্স’ সিনেমার প্রথম ঝলক। অ্যাকশন ঘরনার এই সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। সম্প্রতি ফার্স্টলুক প্রকাশের মাধ্যে এটি মুক্তি ঘোষণা দিয়েছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে ম্যাক দিদারের সিনেমা ‘ফোর্স’।
৩১ জানুয়ারি জাজ মাল্টিমিডিয়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির একটি ফার্স্টলুক ভিডিও করেছে। ২৯ সেকন্ডের সেই প্রকাশিত ভিডিওতে দুর্দান্ত অ্যাকশনের ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। দেশীয় সিনেমার হিসেবে দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা জুয়েল। প্রকাশের পর দারুণ প্রশংসা পাচ্ছে এই টিজার।
এর আগে গত গত ২১ ডিসেম্বর (সোমবার) ‘ফোর্স’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, একদল মুখোশধারী ফোর্সের নেতৃত্বে দাঁড়িয়ে আছেন নবাগত চিত্রনায়ক ম্যাক দিদার। দুর্দান্ত অ্যাকশন আর স্টান্টে ভরপুর ভিডিওটি ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। আর মুক্তির জন্য তাই ঈদকেই বেছে নিয়েছেন নির্মাতারা।
‘ফোর্স’ সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক ম্যাক দিদার বলেন, ‘ফোর্স আমার দ্বিতীয় সিনেমা। আশা করি, দর্শকরা আমার কাজ দেখার পর পছন্দ করবেন। শাকিব ভাইয়ের বরবাদ সহ বেশকিছু সিনেমা মুক্তি পাবে। আশা করছি বরবাদ ও অন্যান্য সিনেমা গুলোর পাশাপাশি আমার সিনেমাটিও দর্শকরা উপভোগ করবেন।‘
অন্যদিকে সিনেমাটি নিয়ে এর পরিচালক আসিফ ইকবাল জুয়েল বলেন, ‘ফোর্স একটি শক্তিশালী গল্পের সিনেমা। এটি নিয়ে আমরা অনেক পরিশ্রম করছি। দর্শকরা প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন এবং আমাদের কাজের প্রশংসা করবেন বলে আশা করি।‘
‘ফোর্স’ নবাগত চিত্রনায়ক ম্যাক দিদারের দ্বিতীয় সিনেমা হলেও তার প্রথম সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। জানা গেছে, ম্যাক দিদার অভিনীত প্রথম সিনেমা ‘খোদা হাফেজ’ আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। আর তার দ্বিতীয় সিনেমা ‘ফোর্স’ মুক্তি পাচ্ছে আগামী ঈদুল আযহায়। একই বছরের দুই ঈদে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই চিত্রনায়ক।
উল্লেখ্য যে, ম্যাক দিদারের সিনেমা ‘ফোর্স’ সিনেমাটি প্রযোজনা করছে ট্যামারিন্ড এন্টারটেইনমেন্ট এবং বিগ ব্যাং মাল্টিমিডিয়া। এতে দিদারের বিপরীতে কে অভিনয় করছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে অনিক বিশ্বাসের পরিচালনায় ‘খোদা হাফেজ’ সিনেমায় ম্যাক দিদারের বিপরীতে অভিনয় করেছেন নিপা আহমেদ রিয়েলি।
আরো পড়ুনঃ
জুটি হয়ে আসছেন রাজ এবং ফারিণ, সাথে চমক মোশাররফ করিম!
আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে রাজ রিপার সিনেমা ‘ময়না’
ঈদুল ফিতরে মুক্তির মিছিলে যুক্ত হলো সিয়ামের সিনেমা ‘জংলি’