করোনা পরিস্থিতির কারনে থমকে গেছে ঈদে সিনেমা মুক্তির সব আয়োজন। প্রায় নিশ্চিত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো পিছিয়ে গেছে মুক্তি থেকে। প্রেক্ষাগৃহে দর্শক সমাগমের অনিশ্চয়তা বিবেচনায় সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না প্রযোজকরা। তবে প্রেক্ষাগৃহে মুক্তির বিকল্প হিসেবে এবার সামনে এসেছে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার। জানা গেছে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার ঈদে নিয়ে আসছে আলোচিত নির্মাতা অনন্য মামুনের নতুন সিনেমা ‘কসাই’।
‘কসাই’ সিনেমার মাধ্যমে ওটিটি প্লাটফর্মে অভিষেক করছেন চিত্রনায়ক নিরব। নির্মাতা সূত্রে জানা গেছে আগামী ঈদুল ফিতরের দিনে মুক্তি পাবে সিনেমাটি। প্রাথমিক ভাবে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেলেও পরবর্তীতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এ প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে সুরক্ষা সবার আগে। এখন সিনেমা হলে যাওয়ার পরিবেশ নেই। তাই দর্শক ঘরে অ্যাপের মাধ্যমে ‘কসাই’ দেখুক।‘
অন্যদিকে আই থিয়েটারে মাত্র বিশ টাকা খরচে সিনেমাটি দেখতে পারবেন উল্লেখ করে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা এখনো নির্ধারণ করিনি। আর অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। একদিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা।’
এদিকে মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলেও জানা গেছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘কসাই’ সিনেমাটি প্রযোজনা করেছেন সেলিব্রেটি প্রডাকশন হাউজ। আর নিরব ছাড়া এই সিনেমায় আরো অভিনয় করেছেন রাশেদ অপু, নওশাবা, শাহীন মৃধা, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ।
আরো পড়ুনঃ
ঈদে ‘সৌভাগ্য’ নিয়ে বড় পর্দায় ফিরছেন ডিপজল
ঈদে মুক্তি পাচ্ছে না ‘শান’: জানালেন সিনেমাটির প্রযোজক নিজেই
ঢালিউডের ঈদের সিনেমা: করোনা মহামারীতে আবারো অনিশ্চয়তা!