অপূর্ব রানার ‘যন্ত্রণা’ সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে জাহারা মিতু

অপূর্ব রানার ‘যন্ত্রণা’

অপূর্ব রানার ‘যন্ত্রণা’

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে তরুণ নির্মাতা অপূর্ব রানা শুরু করেছিলেন তার নতুন সিনেমা ‘যন্ত্রনা’। আগেই জানা গিয়েছিলো সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। তবে ঘোষণার সময় নায়িকার খবরটি গোপন রেখেছিলেন এই নির্মাতা। তবে সম্প্রতি জানা গেছে অপূর্ব রানার ‘যন্ত্রণা’ সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে জাহারা মিতু। এরআগে শাকিব খানে এবং দেবের বিপরীতে দুইটি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-প্রতিযোগিতা থেকে উঠে আসা জাহারা মিতু।

দ্বিতীয় লটের শুট শুরুর আগে এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক অপূর্ব রানা। এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে অপূর্ব রানা বলেন, ‘বাপ্পী-মিতু দুজনের লুক সেট নিয়ে ফটোশুট করেছি। সব ঠিক থাকলে পর্যটন এলাকায় ২২ জুন থেকে দ্বিতীয় লটের শুট করার কথা ভাবছি। তবে সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’ এছাড়া সূত্র থেকে আরও জানা গেছে, সবকিছু ঠিক থাকলে বাপ্পী-মিতুর ‘যন্ত্রণা’র শুটিং শুরু হবে ২২ জুন থেকে।

 

View this post on Instagram

 

A post shared by FilmymikeBD (@filmymikebd)

নির্মাতা সূত্রে জানা গেছে আন্ডারওয়ার্ল্ড গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। যেখানে অ্যাকশন, থ্রিলার ও রোমান্স সবাই থাকবে। এ প্রসঙ্গে পরিচালক রানা বলেন, ‘এতটুকু বলবো ২০২১ সালের সময় উপযোগী একটা সিনেমা হবে যন্ত্রণা আশা করি নতুন কিছু পাবে এই সিনেমা মাধ্যমে। সিনেমার গল্পের কারণে আমাদের পর্যটন এরিয়াতে শুটিং করতে হবে। কিন্তু এই মূহুর্তে পর্যটন এরিয়ায় শুটিংয়ের অনুমতি নেই। কথা চলছে আশা করি চলতি মাসের শেষ সপ্তাহে শুটিং শুরু করতে পারবো আমরা।‘

অন্যদিকে সিনেমাটি প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘যন্ত্রণা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। প্রায় ১৪ মাস পর আবারও ক্যামেরার সামনে দাড়াতে যাচ্ছি। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি সিনেমা প্রস্তাব পেয়েছি, কিন্তু করা হয়নি। যন্ত্রণা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি কারণ এই ছবির গল্পের মধ্যে স্পেশাল কিছু আছে। অপূর্ব রানা ভাই ভালো একজন মানুষ। আর এ ছবিতে নায়ক হিসেবে আছেন বাপ্পি। তাদের সঙ্গে কাজের নতুন অভিজ্ঞতা ভালো হবে। আশা করি দর্শক নতুন কিছু পাবেন।‘

 

View this post on Instagram

 

A post shared by Filmy Diva (@filmydiva)

প্রসঙ্গত ২০১৭ সালে ‘সুপারমডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জাহারা মিতু। এ ছাড়া ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনি প্রথম রানারআপ হয়েছিলেন। জাহারা মিতু এর আগে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ও পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের সঙ্গে ‘কমান্ডো’ ছবিতে অভিনয় করেছেন। ‘আগুন’ ও ‘কমান্ডো’ সিনেমা দুটির শুটিং প্রসঙ্গে মিতু বলেন, ‘আগুনের বিষয়টি পরিচালক জানেন, আর ‘কমান্ডো’র শুটিং হওয়ার কথা ছিলো ২৫ জুন থেকে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কলকাতার আর্টিস্টদের সেটা সম্ভব হচ্ছে না বলে আপাতত পেছানো হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলেই শুটিং শুরুর কথা রয়েছে।‘

আরো পড়ুনঃ:
বেছে বেছে কাজ করতে চান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জাহারা মিতু
দেবের চেয়ে শাকিব খানকে এগিয়ে রাখলেন নবাগত নায়িকা জাহারা মিতু
শেষ হলো গানের রেকর্ডিং: আগামী ঈদে আসছে শাকিব খানের ‘আগুন’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত