কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছেলের ছবি প্রকাশ করে শাকিব খানের সাথে বিয়ে এবং সন্তানের বিষয়টি সবার সামনে এনেছিলেন চিত্রনায়িকা বুবলী। শাকিব খানের সাথে ‘বসগিরি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকেই তাকে নিয়ে শোনা যাচ্ছিলো বিভিন্ন গুঞ্জন। শাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য জীবন ভাঙনের নেপথ্যে বুবলীর নাম উঠে এসেছে বারবার। এই তারকা দম্পতির বিচ্ছেদের পিছেন নিজের নাম নিয়ে সম্প্রতি শাকিব খান, অপু বিশ্বাস এবং ব্যক্তিজীবন নিয়ে গণমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন বুবলী।
শাকিব খানের সাথে গোপন বিয়ে এবং সন্তানের খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসের সাথে কথার যুদ্ধে জড়ান বুবলী। এই দুই নায়িকার বাকযুদ্ধের বিষয়টি উঠে আসে গণমাধ্যমেও। সেই প্রেক্ষিতে আবারো ‘শাকিব-অপুর বিচ্ছেদ ইস্যুতে সামনে আসে বুবলীর নাম! এরপর শাকিব খান, অপু বিশ্বাস এবং ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘ ভিডিও বার্তায় নিজের বক্তব্য তুলে ধরেছেন শবনম বুবলী। ৪২ মিনিটের ভিডিওতে শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার ভাঙ্গায় তার কোন হাত নেই বলে দাবি করেন এই নায়িকা।
নিজের অফিশিয়াল ফেসবুকে প্রকাশ করা সেই ভিডিওতে বুবলী বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাস দুজনেই ম্যাচিউরড। কারো প্ররোচনায় পড়ে তাদের সংসার ভাঙবে এটা হতে পারে না। যদি কোনো ব্যক্তির সিদ্ধান্ত না থাকে তাহলে অন্য কারও ব্যক্তির সিদ্ধান্তে কখনো কারও সংসার ভাঙতে পারে না। যদি কোনো সম্পর্কে সমস্যা হয় সেই মানুষ যদি অন্য জায়গায় যুক্ত হয় বা বিয়ে করে যাকে বিয়ে করে তার কি দোষ হয় অতীতের সম্পর্ক ভাঙার জন্য? আসলে তাদের সম্পর্ক না টেকায় আমার কোনো ইনভলবমেন্ট নেই।‘
শাকিব খান এবং অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে অনেকের তোপের মুখে পরেন বুবলী। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘জয়ের ব্যাপারে আমার স্বামী ও সন্তানের বাবা শাকিব খানকে সবসময় পজিটিভভাবে দেখতে বলে আসছি। হয়তো মানুষের সামনে এটা প্রকাশ করিনি। জয় কোন স্কুলে পড়বে, তার সুন্দর ভবিষ্যতের জন্য সবসময় পজিটিভ বলেছি। এটা শাকিব খান ভালো করেই জানেন।‘
আবেগের জায়গা থেকে শেয়ার ছবিটি শেয়ার করেছিলেন উল্লেখ করে বুবলী আরো বলেন, ‘জয়ের আগের বছরগুলোর জন্মদিনে আমার নিজের সন্তান ছিল। তখন তো আমি বেবিবাম্পের ছবি প্রকাশ করিনি। এবার আমি আমার আবেগের জায়গা থেকে শেয়ার করেছিলাম। এটা নিয়ে কখনো শাকিব খানকে অভিযোগ করিনি। শুধু এটি কেন, কোনো কিছু নিয়ে অভিযোগ নেই। আমি শুরু থেকে কখনো কোনো ভুল স্টেটমেন্ট দেইনি। হয়তো আমি অন্যভাবে উত্তর দিয়েছি। আসলে তখন আমার বলার কিছু ছিল না।‘
আর শাকিব এবং তার সন্তান শেহজাদ খান বীর প্রসঙ্গে বুবলী বলেন, ‘আজকে আমার সন্তানের প্রায় তিন বছর বয়স। এই সময়ে তার (শাকিব) কাছ থেকে আর্থিক টাকা নেইনি। তবে আমেরিকা থাকাকালীন অনেক টাকা খরচ হয়েছে। শাকিব খান আমাকে ১৫ হাজার ডলার দিয়েছিলেন। বাকি ৩০ হাজার ডলার আমি খরচ করেছি। সন্তানের বাবা হিসেবে শাকিব যদি কিছু ফিল করে দিতে চায়, তবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।‘
এদিকে কিছুদিন আগে নিজের জন্মদিনে শাকিব খানের কাছ থেকে হিরের নাকফুল উপহার পেয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছিলেন বুবলী। কিন্তু পরবর্তিতে বুবলীকে এরকম কোন উপহার দেয়ার কথা অস্বীকার করেন শাকিব খান। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনাও দেখা গেছে। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি যদি এখন এই বিষয়টি প্রমাণ করতে যাই তাহলে শাকিব খানকে অসম্মান করা হয়। এ নিয়ে আমি কথাই বলতে চাই না।‘
‘বসগিরি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাঁদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিলো। তবে প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজনে চলচ্চিত্রের কাজ করে গেছেন।
প্রসঙ্গত, কাজী হায়াত পরিচালিত ‘বীর’ সিনেমা পর্যন্ত বুবলীকে একচেটিয়াভাবে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে। ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে অভিষেকের পর প্রায় এক ডজন সিনেমায় একসাথে অভিনয় করেছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে দুজনকেই অন্য অভিনেতা-অভিনেত্রীদের সাথে জুটি হয়ে সিনেমা করতে দেখা যাচ্ছে। বুবলী নিয়মিত ভাবে জিয়াউল রোশান, নীরব, আদর আজাদের সাথে অভিনয় করছেন। শাকিব খান এবং বুবলী জুটির ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরো পড়ুনঃ
স্বরূপে ফিরছেন শাকিব খান: শুরু হচ্ছে অর্ধ ডজনের বেশী সিনেমা
বিতর্কের মাঝেই একসাথে গানের দৃশ্যধারনে ফিরলেন শাকিব ও বুবলী
অবশেষে বুবলীর সাথে বিয়ে এবং সন্তানের ঘোষণা দিলেন শাকিব খান