অপু বিশ্বাসের বিপরীতে জায়েদ খানঃ সাথে আছেন কলকাতার ঋতুপর্ণা সেন

অপু বিশ্বাসের বিপরীতে জায়েদ

অপু বিশ্বাসের বিপরীতে জায়েদ

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘জখম’ নামের এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে জায়েদ খান অভিনয় করছেন বলে জানা গেছে। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব রানা। আর প্রযোজনা করছেন সেলিম খান। এছাড়া সিনেমাটিতে অপু বিশ্বাস এবং জায়েদ খানের পাশাপাশি আরো অভিনয় করছেন কলকাতার ঋতুপর্ণা সেন।

সম্প্রতি শাপলা মিডিয়ার ওটিটি প্লাটফর্ম সিনেবাজ এর উদ্ভদনী অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ সিনেমাটির ঘোষনা দেন পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘জখম’ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষনা পাওয়া যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সিনেমাটি প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে নির্মাতা অপূর্ব রানা বলেন, ‘ঈদের পরে করোনা পরিস্থিতি কিছুটা কমলেই শুরু হবে। শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে এবং চুক্তিবদ্ধ করানো হয়েছে। পাশাপাশি বর্তমানে গল্পের কাজ চলছে। যতদ্রুত সম্ভব আমরা শুটিং শুরু করবো।‘ নির্মাতা সূত্রে জানা গেছে সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে জায়েদ খানকে তিনটি লুকে দেখা যাবে। ‘ক্ষত’ সিনেমায় যে লুক প্রকাশ করেছিলেন সেটি ছাড়া আরও দুই লুক নিয়ে পর্দায় আসছেন জায়েদ খান।

এদিকে সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বেশী কিছু বলতে রাজী হননি। একটি প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, ‘থ্রিলার অ্যাকশ্যান ধাঁচের ছবি জখম। লুকে বৈচিত্র্য থাকবে আপাতত এটুকু বলতে পারি।‘ উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, মাহিয়া মাহি, বিপাশা কবির, পরিচালক সোহানুর রহমান সোহান, শান্ত খান, দীঘিসহ অনেকে।

আরো পড়ুনঃ
ঋতুপর্ণাকে নিয়ে শাপলা মিডিয়ার দুই সিনেমাঃ সাথে আছেন অঙ্কুশ-জায়েদ
দীর্ঘ বিরতির পর রকিবের পরিচালনায় সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা কেয়া

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত