এবার প্রযোজক হয়ে আসছেন সোহম: প্রথম ছবির নায়িকা প্রিয়াংকা সরকার

শিশু শিল্পী হিসেবে টলিউডে যাত্রা শুরু করেছিলেন সোহম। পরে পরিপূর্ন নায়ক হিসেবে পেয়েছেন জনপ্রয়িতা। করেছেন ‘প্রেম আমার’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’ এর মতো ছবি। এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন কলকাতা বাংলা সিনেমার এই জনপ্রিয় তারকা। জানা গেছে প্রযোজনায় আসছেন সোহম আর আর তার প্রথম সিনেমার নায়িকা প্রিয়াংকা সরকার।

সোহম এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমার নাম ‘কলকাতার হ্যারি’। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে এই সিনেমার পোষ্টার প্রকাশ করেন সিনেমাটির নায়িকা প্রিয়াংকা সরকার। ইনস্টাগ্রামে সিনেমার পোস্টারটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেন, ‘নতুন বছরের শুরুতে এর থেকে ভাল আর মিষ্টি আর কিছুই হতে পারে না। ২০২১ সালে আমার প্রথম প্রজেক্ট কলকাতার হ্যারি ছবির টিজার পোস্টার। এই সুন্দর কাহিনীর সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। প্রতিবারের মতো এবারও আপনাদের শুভেচ্ছা চাই…।’

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

অন্যদিকে এক রঙিন রূপকথা শোনানোর ও দেখানোর আশ্বাস দিয়ে ফেসবুকে পোষ্টারটি শেয়ার করে সোহম লিখেন,‘বাচ্চারা তৈরি হও স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য। আর বড়রা তৈরি হও ছোটবেলায় আরও একবার ফিরে যাওয়ার জন্য।’

উল্লেখ্য যে, সোহম প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ আর সংগীত পরিচালোনায় থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সিনেমাটির চিত্রগ্রহন করছেন গোপী ভগৎ। জানা গেছে চলতি মাসেই শুরু হচ্ছে এই সিনেমার চিত্রায়ন।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত