ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিতেই নজর কেড়েছেন টলিউডের হিট জুটি অভিনেতা বনি ও কৌশানি। আরো একটি প্রেমের গল্পের সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই দুই তারকা। পরিচালক সুজিত মন্ডল পরিচালিত এই ছবির নাম ‘তুমি আসবে বলে’। এই ছবির মাধ্যমেই গার্লফ্রেন্ড কৌশানির সঙ্গে রূপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছে বনি।
একদম পারিবারিক গল্পে নির্মিত প্রেম-পরিবার-বিনোদনে ঠাসা এই ছবিটি মুক্তি পাবে আগামী ২২সে জানুয়ারী। আজকে প্রকাশ করা হলো সিনেয়ামটির প্রথম পোষ্টার। সূত্র থেকে জানা গেছে, ছবির গল্পের দুই পরিবারের ইগোর লড়াই এবং নানা শর্তে বিয়ের আগে শেষ হবে প্রেমিক জুটির ভালবাসা।
ছবিতে নন্দগোপালের চরিত্রে দেখা যাবে বনিকে। এবং আঁখির চরিত্রে দেখা যাবে কৌশানিকে। প্রেমালাপ থেকে টানাপোড়েনের গল্প ফুটে উঠবে ছবিতে। ছবিতে বারাণসীর ছেলে ও কলকাতার মেয়ের প্রেম দেখানো হবে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায় এবং গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। এর আগেও ‘জানবাজ’ ও ‘বিয়ে ডট কম’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল এই ঝুটিকে।