ঘোষনার পর থেকেই আলোচনায় রাজা চন্দ পরিচালিত সিনেমা ‘ম্যাজিক’। এতে ইন্দ্রজিৎ চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ এবং কৃতী চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে। এছাড়াও সিনেমাটিতে একজন মনোরোগ বিশেষজ্ঞ চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্ষ্ট লুক পোষ্টার। আর আজ প্রকাশ করা হলো এর ট্রেলার।
আজ (৮ই জানুয়ারি) সিনেমাটির ডিজিটাল পার্টনার ডিজিপ্লেক্সের ইউটিউব চ্যানেলে বিকেল ৪ টায় প্রকাশ করা হয়েছে ট্রেলার। “সোনারকাঠি, রুপোরকাঠি…জিয়নকাঠি এক। আওয়াজ পেলে উঠবে জেগে খাঁচার ভেতর, জ্যাক!” কবিতা দিয়ে শুরু ট্রেলারের পুরোটা জুড়েই ম্যাজিশিয়ান ইন্দ্র’র (অঙ্কুশ) খেলা। আর সাথে আছে ঐন্দ্রিলার আর পায়েল সরকারের হাত ধরে কিছু অসাধারন টুইষ্টের ইঙ্গিত।
দেখুন এই ট্রেলার এবং অপেক্ষায় থাকুন অসাধারন একটি সাইকোলজিক্যাল থ্রিলারের!
অর্ণব ভৌমিকের গল্পে সিনেমাটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক, অনুভব এবং বিভাস। এসএসজি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন সুমন সেনগুপ্ত। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ডাব্বু এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে আছেন অমিত-ঈশান।