করোনার প্রভাবকে পিছনে ফেলে স্বাভাবিক হতে শুরু করেছেন সিনেমা অঙ্গন। শুটিং শুরুর পাশাপাশি মুক্তির ঘোষনা আসছে নতুন নতুন সিনেমার। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ করা হলো নতুন সিনেমা ‘প্রেম টেম’ ট্রেলার এবং মুক্তির তারিখ। আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত এই সিনেমা।
দুষ্টু-মিষ্টি কলেজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছে টলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা এসভিএফ। ট্রেলার দেখে বোঝা গেলো ত্রিকোণ প্রেমের গল্পকেই নতুন মোড়কে সামনে এনেছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। আরশি-পাবলো-রাজি এই তিন কলেজ পড়ুয়ার প্রেম আর সংঘাত দেখা যাবে এই সিনেমায়।
আর এই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তিন নতুন মুখের। ‘প্রেম টেম’ ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করা এই তিন নবাগতের নাম সৌম্য, সুস্মিতা ও শ্বেতা। ভালোবাসা দিবসকে সামনে রেখে ছবিটি মুক্তি পাবে নতুন বছরে ফেব্রুয়ারিতে। উল্লেখ্য যে, এর আগে ‘ওপেন টি বায়োস্কোপ’ এবং ‘প্রজাপতি বিস্কুট’ পরিচালনা করেছিলেন এপরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় ।
‘প্রেম টেম’ ট্রেলার: