মৈনাক ভৌমিকের নতুন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী

মৈনাক ভৌমিকের নতুন সিনেমায়

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে, তাই ধীরে ধীরে ছন্দে ফিরছে টলিউড ইন্ডাস্ট্রি। নতুন নতুন সিনেমার ঘোষনা দিচ্ছেন নির্মাতারা। নতুন সিনেমা ঘোষনার তালিকায় এবার যুক্ত হলো নির্মাতা মৈনাক ভৌমিক। জানা গেছে মৈনাক ভৌমিকের নতুন সিনেমায় অভিনয় করছেন টলিউডের অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। ‘মিনি’ নামের নারীকেন্দ্রিক এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। আর সিনেমাটি প্রযোজনা করছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি।

মৈনাক ভৌমিকের নতুন সিনেমায় অভিনয়ের ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মিমি বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড মৈনাকের সঙ্গে কাজ করার জন্য। ওঁর সঙ্গে আমার প্রথম আলাপ ক্রিসক্রস – এর সময় থেকে। ওই সিনেমাটার চিত্রনাট্য লিখেছিল। পরে লকডাউনের সময় একদিন মৈনাক আমাকে ফোন করে এই ছবির গল্পটা বলে। এই প্রজন্মের কথা মাথায় রেখে আমার সত্যিই ওঁর আইডিয়াটা দারুণ লেগেছে।‘

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

এই অভিনেত্রী সূত্রে জানা গেছে মিনি’ সিনেমায় যে ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে, এভাবে আগে তাঁকে কোনও ছবিতেই দেখা যায়নি। নিজের চরিত্র সম্পর্কে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমার চরিত্র বর্তমান প্রজন্মকে প্রতিনিধিত্ব করে এবং সে স্বাধীন এক মেয়ে তবু তাঁর জীবনে পরিবারের বড় ভূমিকা রয়েছে। সম্পর্ক তাঁর জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কিছু ঘটনায় তাঁর জীবনে পরিবর্তন আসবে। গল্পটা খুবই ভাল। আশা করি মৈনাকের সঙ্গে কাজটা খুবই ভাল হবে।‘

নির্মাতা সূত্রে জানা গেছে এক স্বাধীনচেতা মেয়ের পারিবারিক দায়িত্ববোধকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটির ব্যাপারে নির্মাতা মৈনাক ভৌমিক বলেন, ‘এই ছবি স্বাধীনচেতা এক মেয়ের গল্প। যার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। সব ধরনের অনুভূতিই এই চরিত্রের মধ্যে রয়েছে। আর মিমির মতো ভাল অভিনেত্রী এই ছবিতে থাকায় আরও ইন্টেরেস্টিং হতে চলেছে এই নতুন প্রোজেক্ট।‘

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জ। সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী – প্রযোজক সম্পূর্ণা লাহিড়ী জানালেন, ‘রাহুলের সঙ্গে আমরা প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’, সকলের সামনে আনতে পেরে আমি অত্যন্ত খুশি। মিনি’ আমাদের প্রথম প্রযোজনা। ভবিষ্যতে আরও অনেকগুলি কাজের পরিকল্পনা আছে। তবে একটা কথা বলতে চাই, কোনও অভিনেত্রী প্রযোজনা করলে, সাধারণত দেখা যায় তাঁকে সেই ছবির প্রথম সারিতেই অভিনয় করতে। আমার সেই রকম কোনও ইচ্ছে নেই। ভাল ছবি বানাতে আমি বেশি আগ্রহী।‘

প্রসঙ্গত, এই মুহূর্তে দিল্লিতে বাদল অধিবেশন নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী। এছাড়া কিছুদিন আগেই মিমি চক্রবর্তীকে নিয়ে পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’ এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। এই সিনেমাটির কাজ শেষ হওয়ার পরই মৈনাক ভৌমিকের নতুন সিনেমার কাজ শুরু হবে। তবে সিনেমাটির প্রযোজক রাহুল ভঞ্জের সূত্রে জানা গেছে করোনার তৃতীয় ঢেউয়ের মাত্রা বুঝেই এই সিনেমার দৃশ্যধারনের কাজ শুরু হবে।

আরো পড়ুনঃ
অরিন্দম শীলের নতুন সিনেমা দিয়ে ফিরছেন বড় পর্দায় ফিরছে মিমি-অর্জুন জুটি
দুই বাংলায় একসাথে ‘বাজি’: বাংলাদেশে মুক্তির অনুমতি পেল জিৎ-মিমির সিনেমা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত