কলকাতা বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। টলিউডের পাশাপাশি নির্মান করছেন বলিউড সিনেমাও। এই পরিচালকের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ সিনেমাটি বর্তমানে মুক্তি অপেক্ষায় রয়েছে। এছাড়া তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিথু’ নামে একটি হিন্দি সিনেমা নির্মানাধীন রয়েছে। প্রেক্ষাগৃহে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তির আগে কলকাতার একটি গণমাধ্যমের সাথে আলাপচারিতায় সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু নিয়ে গোয়েন্দা মাল্টি ইউনিভার্স নির্মান করতে চান তিনি।
‘ফেলুদা’, ‘কাকাবাবু’ এবং ‘ব্যোমকেশ’ – বাঙালির এই ৩ গোয়েন্দা হিরোকে নিয়ে হলিউডের মতো মাল্টি-ইউনিভার্স নির্মান প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নিয়ে অনেক আগে থেকেই চিন্তা-ভাবনা ছিল। দেখা যাক কী হয়! তবে ফেলুদা-কাকাবাবু-ব্যোমকেশদের একই ছবিতে দেখাতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হবে। এনওসি চলে আসতে পারে আবার! কিন্তু ভাবতে তো ক্ষতি নেই। ফেলুদা-ব্যোমকেশ-কাকাবাবু… এই তিন গোয়েন্দার ভক্ত হয়ে ভাবাই যায়।‘
মাল্টি-ইউনিভার্সের চিত্রনাট্য কেমন হতে পারে জানতে চাইলে তিনি আরো বলেন, ‘মাল্টি ইউনিভার্সে ফেলুদা-ব্যোমকেশ-কাকাবাবুর মতো তিন গোয়েন্দাকে দেখানো দারুণ একটা চ্যালেঞ্জ হবে বটে! আর সেটা তো আমি নিতেই চাই। একটা প্লটও রেডি। সেখানে ব্যোমকেশকে একটু বৃদ্ধ ভেবেছি এবং ফেলুদা-কাকাবাবুকে খানিক তরুণ আর মাঝবয়সী হতে হবে। যেখানে তিনজনের টাইম পিরিয়ডটা ওভারল্যাপ করছে। সময়ের প্রেক্ষাপটটা আসলে মেলানোই চ্যালেঞ্জিং! ব্যোমকেশ ১৯৩০-৬০ সাল অবধি, কাকাবাবু-ফেলুদা আরেকটু সমসাময়িক। তবে বাংলা সাহিত্যে তিন গোয়েন্দার যে ওভারল্যাপিং টাইম পিরিয়ড রয়েছে, সেটা ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ।‘
এদিকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ফ্র্যাঞ্চাইজি তৃতীয় পর্ব নিয়ে আত্নবিশ্বাসী সৃজিত বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, প্রথম কিংবা দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজির আয়ের কাছাকাছিও যাবে না ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এই ছবি বাচ্চাদের জন্য। সব থেকে বড় কথা, বাচ্চাদের ভ্যাক্সিনেশন এখনও পুরোপুরি হয়নি। আর এই পরিস্থিতিতে বাবা-মায়েদের মনস্তাত্ত্বিক বিষয়টাও বুঝি। তাই ওরাই যদি হলমুখো না হয়, সেক্ষেত্রে ওটিটি, স্যাটেলাইট, সিনেমাহল সবমিলিয়ে তুলনামূলকভাবে হয়তো বেশি আয় হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু যদি শুধু সিনেমাহলের কথা ধরি, তাহলে আগের দুটো ছবির আয়ের কাছাকাছিও যাবে না, মনে হয়।‘
আর সিনেমাটির প্রধান তারকা প্রসেনজিৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুম্বাদার সবথেকে বড় গুণ হল টলিউডের এতবড় সুপারস্টার অভিনেতা হয়েও উনি আজও নিজেকে পরিচালকের কাছে পুরোপুরি সমপর্ণ করে দেন। সেটার জন্যই পরিচালক-অভিনেতা জুটি হিসেবে আমাদের রসায়নটা জমে যায়। আমি যখনই কোনও অভিনেতার সঙ্গে কাজ করি, তাঁর মধ্যে এই বিষয়টা থাকা খুব জরুরী। বোঝাপড়ার জায়গাটা ইমপরট্যান্ট। আমার আর বুম্বাদার ক্ষেত্রে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও পোক্ত হয়েছে।‘
প্রসঙ্গত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের ‘জঙ্গলের মধ্যে একটি হোটেল’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আফ্রিকার জঙ্গলের প্রেক্ষাপটে কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চারের গল্প লিখেছেন সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তিন তিরিক্কে নয়’। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গানে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটি গেয়েছে টিম ‘চন্দ্রবিন্দু’। দীর্ঘ অপেক্ষার পর আগামী ৪ ফেব্রুয়ারি এসভিএফের প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।
আরো পড়ুনঃ
পূজায় বড় পর্দায় মুখোমুখি টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিত