আবারো বড় পর্দায় আবার ফিরছেন সফল পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। এই নির্মাতা জুটির তৃতীয় সিনেমাটি প্রযোজনা করছেন অতনুর বেঙ্গল টকিজ়। আর এতে প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন যিশু সেনগুপ্ত এবং শ্রাবন্তী চ্যাটার্জি। সাথে থাকছেন টলিউডের বড় আরো এক সুপারস্টার।
অতনুর প্রযোজনায় এখন পর্যন্ত লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটি সিনেমাই বক্স অফিসে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আবারো নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতারা। গুঞ্জন অনুযায়ী, যিশু এবং শ্রাবন্তীর সাথে সিনেমাটিতে দেখা যেতে পারে সুপারস্টার দেবকে।
তবে সিনেমাটি নিয়ে এখনই সংবাদ মাধ্যমকে কিছু জানাতে অপারগ অতনু-লীনা-শৈবাল। লীনা বরাবর পরিবারিক গল্পের সিনেমা নির্মান করে থাকেন। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, তাঁর গল্পে উঠে এসেছে সম্পর্ক, ভালবাসা, পারিবারিক নানা স্তর। জানা গেছে এবারো সেই ঘরনার সিনেমা নির্মান করতে যাচ্ছেন তিনি। তবে শোনা যাচ্ছে এবার মনস্তাত্ত্বিক দিকটিও তুলে ধরবেন লীনা।
সিনেমাটিতে যিশু এবং শ্রাবন্তীর জুটি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, এর সাথে বড় একটি চমক হিসেবে দেবের নামও শোনা যাচ্ছে জোরেশোরে। দেব-লীনার ‘সাঁঝবাতি’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছিলো অতনুর বেঙ্গল টকিজ়। নতুন এই সিনেমাটিতেও দেব থাকছেন বলে জানা গেছে।
শুধু তাই নয়, শোনা যাচ্ছে অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও থাকতে পারেন দেব। দেব এবং যিশু এর আগে বেশ কয়েকবার একসাথে পর্দায় হাজির হয়েছে। সর্বশেষ গত বছরের ব্লকবাস্টার ‘খাদান’ সিনেমায় দেখা গেছে তাদের। অন্যদিকে দেব এবং শ্রাবন্তী জুটির বেশ কয়েকটি সিনেমা ইতিপূর্বে নির্মিত হয়েছে।
তবে বেশ লম্বা সময় ধরে জুটি হয়ে পর্দায় দেখা যায়নি দেব এবং শ্রাবন্তীকে। নতুন এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘ সময় পর আবারো পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। প্রথমবারের মতো যিশু এবং শ্রাবন্তীর অভিনয়ের পাশাপাশি এই তিনজনকে একসাথে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকবেন বাংলা সিনেমার দর্শকরা।
উল্লেখ্য যে, সম্প্রতি শুরু হয়েছে দেব অভিনীত এসভিএফ প্রযোজিত ‘রঘু ডাকাত’ সিনেমার দৃশ্যধারনের কাজ। এতে দেবের সাথে অভিনয় করছেন ইধিকা পাল এবং সোহিনী সরকার। ‘রঘু ডাকাত’ সিনেমাটির কাজ শেষে করে লীনা-শৈবাল-অতনুর সিনেমার কাজে যোগ দিবেন দেব।
আরো পড়ুনঃ
দারুণ অভিনয়ের পুরষ্কার! আবারো দেবের সাথে জুটি বাঁধছেন ইধিকা
নতুন বছরে দেবের নতুন চমকঃ আগামী পূজায় আসছে ‘রঘু ডাকাত’