যুগল নির্মাতা নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত নতুন সিনেমায় মিমি এবং আবির

নতুন সিনেমায় মিমি

চলতি বছরের পূজায় সিনেমার জমজমাট লড়াইয়ে টলিউড। জানা গেছে প্রথমবারের মত পূজায় সিনেমা নিয়ে হাজির হচ্ছে যুগল নির্মাতা নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে পূজায় মুক্তির লক্ষ্যে নতুন একটি সিনেমা নির্মান করতে যাচ্ছেন যুগল নির্মাতা নন্দিতা-শিবপ্রসাদ। নাম ঠিক না হওয়া সিনেমাটির বিস্তারিত কিছু এখনো প্রকাশ করেননি নির্মাতারা। তবে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রধান দুই চরিত্রের তারকার নাম। যুগল নির্মাতা নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত নতুন সিনেমায় মিমি এবং আবির চট্টোপাধ্যায়।

এর আগে যুগল নির্মাতা নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘পোস্ত’ সিনেমায় অভিনয় করেছিলেন মিমি। সিনেমাটির হিন্দি রিমেকেও অভিনয় করছেন কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। সিনেমাটির হিন্দি সংস্করণ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে যুগল নির্মাতা নন্দিতা-শিবপ্রসাদের নিজস্ব প্রযোজনা সংস্থার নির্মানাধীন একটি সিনেমায় অভিনয় করছেন আবির। ‘ফাটাফাটি’ নামের এই সিনেমাটি আগামী মে মাসে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন ঋতাভরী।

আলাদাভাবে কাজ করলেও যুগল নির্মাতা নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত নতুন সিনেমায় প্রথমবারের মত জুটি হয়ে আসছেন মিমি এবং আবির চট্টোপাধ্যায়। মিমি এবং আবিরের সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শিবপ্রসাদ বলেন, ‘সে ক্ষেত্রে আমাদের দুজনের পরিচালনায় আবির এবং মিমিকে পাওয়াটা সত্যিই খুব নতুন অভিজ্ঞতা হতে চলেছে। সেই সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রিও পাবে এক নতুন জুটি।‘ অন্যদিকে আবিরের তার প্রতিক্রিয়ায় বলেন, ‘মিমির সঙ্গে আগে ছবি করলেও এই প্রথম ওর বিপরীতে। আপাতত শুটিং শুরুর অপেক্ষায় রয়েছি।‘

সাধারণত গরমের ছুটিতেই মুক্তি পেয়ে থাকে যুগল নির্মাতা নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত সিনেমা। তবে ছক ভেঙে এবার পূজায় নতুন সিনেমা নিয়ে আসছেন তারা। তবে সিনেমাটির বিষয়বস্তু বিবেচনায় পূজাই মুক্তির সবচেয়ে ভালো সময় বলে জানিয়েছেন শিবপ্রসাদ। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ঈশ্বরের আশীর্বাদে এখনও আমাকে পুজোয় ছবি রিলিজ় করতে হয়নি। আসলে এই ছবির সঙ্গে দুর্গাপুজোর একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। তাই পুজোকে বাদ দিয়ে এই ছবির মুক্তি ভাবতে পারছি না।‘

উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটির কাজ মার্চের মাঝামাঝি শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটির একটি সূত্রে জানা গেছে ১৫ই মার্চ থেকে শুরু হতে পারে দৃশ্যধারন। মিমির সাথে জুটি প্রসঙ্গে আবির বলেন, ‘আমি মিমির সঙ্গে এর আগেও বেশ কয়েকটি কাজ করেছি, তবে নায়ক-নায়িকা হিসাবে কাজ এই প্রথমবার কাজ করতে চলেছি। আমাদের জুটি হিসাবে ভাবার জন্য শিবপ্রসাদ, নন্দিতা ও জিনিয়াকে ধন্যবাদ। আর মিমি বলেন ‘কী নিয়ে ছবি, কী চরিত্র এখন কিছুই বলব না, তবে এটা প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়ার্ল্ড ক্লাস একটা ছবি নিয়ে আসছি।‘

যুগল নির্মাতা নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত বেশ কিছু সিনেমা বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। মিমি এবং আবির চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিতব্য এই সিনেমাও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে বিষয়টি নিশ্চিত না করে একটু অন্যভাবে ইঙ্গিত দিলেন শিবপ্রসাদ। এই পরিচালক বলেন, ‘এটুকু বলতে পারি এমনই একটা ঘটনা যা এক সময় সারা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল।‘ তবে সিনেমাটিতে আবির এবং মিমির সম্পর্ক নিয়েও এখনই কিছু বলতে চাইছেন না তিনি। সেটির জন্য সিনেমার টিজার প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে বললেন তিনি।

তবে সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, আবির-মিমি জুটির এই সিনেমাটি থ্রিলার ঘরানার সিনেমা হতে চলেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক সিনেমার গণ্ডি থেকে বের হয়ে এবার একটু অন্য ঘরনার সিনেমা নিয়ে আসতে যাচ্ছে উইন্ডোজ প্রোডাকশন। তবে কলকাতা নয়, ধূলাগড়, বোলপুর, বানতলায় এই সিনেমাটি দৃশ্যধারনের কাজ হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে সর্বশেষ মুক্তি পেয়েছে ‘হামি-২’ সিনেমাটি। প্রেক্ষাগৃহে সফলভাবে ৭১ দিন পার করে ফেলেছে এই সিনেমা।

আরো পড়ুনঃ
যশের নতুন থ্রিলার ‘শিকার’: সাথে আছেন ঋতুপর্ণা সেন এবং নুসরাত
আবারো কলকাতার সিনেমায় মিম: বিপরীতে সুপারস্টার জিত
‘রকস্টার’ সিনেমায় নতুন রুপে যশ দাশগুপ্তঃ সাথে আছেন নুসরাত ফারিয়া

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত