২০২৪ সালের ক্রিসমাসে ‘খাদান’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছেন কলকাতা বাংলার সুপারস্টার দেব। সিনেমাটির বক্স অফিস সাফল্যে নতুন করে প্রাণ ফিরেছে টলিউদের বাণিজ্যিক ধারায়। ‘খাদান’ এরপর প্রকাশ্য এলো নতুন বছরে দেবের নতুন চমক। ভক্তদের জন্য দারুণ সুখবর নিয়ে হাজির হলেন এই তারকা।
২০২৫ সালের ১ জানুয়ারি ভক্তদের জন্য নতুন বছরে দারুণ উপহার নিয়ে হাজির হয়েছেন দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলো দেবের বহুল প্রতীক্ষিত ‘রঘুডাকাত’ সিনেমার ফার্স্টলুক। পুরো মুখ চাদরে ঢাকা, দেখা যাচ্ছে শুধু দুই রক্তচক্ষু। সেই সাথে কপালে লম্বা তিলক। এমন রুপেই ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ক্রিসমাসে আল্লু অর্জুনের ‘পুষ্পাঃ দ্যা রুল’ ঝড়ও কাবু করতে পারেনি দেবের ‘খাদান’ সিনেমাকে। দারুণ প্রতিকূলতার মধ্যে ‘খাদান’-এর বক্স অফিস সাফল্যে টলিউডে শুরু হয়েছে নতুন আলোচনা। ‘খাদান’ সিনেমার বাণিজ্যিক সাফল্যের প্রেক্ষিতে এসভিএফ এর পক্ষ্য থেকে ‘রঘু ডাকাত’ নিয়ে নতুন উদ্যোমে কাজ শুরুর প্রস্তাব দেয় দেবকে। দেবও দিয়েছেন সেই প্রস্তাবে সম্মতি।
এদিকে ‘রঘু ডাকাত’ সিনেমাটি নিয়ে গত বছর শোনা যাচ্ছিল নতুন গুঞ্জন। গুঞ্জন ছিলো, নতুন বছরে নির্মিত হচ্ছে ‘রঘু ডাকাত’, তবে বদলে যাচ্ছে প্রযোজক। জানা গিয়েছিলো এসভিএফ নয়, ‘রঘু ডাকাত’ প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস। ‘খাদান’-এর পর আবারও নিসপাল রানের সঙ্গেই ‘রঘু ডাকাত’ নিয়ে কাজের কথা আসছিলো বেশ জোরেশোরে।
তবে শেষ পর্যন্ত গুঞ্জনটি সত্য হয়নি। সুরিন্দর ফিল্মস নয়, ‘রঘু ডাকাত’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ এবং দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ২০২৫ সালের পুজোয় মুক্তি পেতে যাচ্ছে দেবের নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। ওদিকে ঈদে ইতিমধ্যে উইন্ডোজ প্রোডাকশন তাদের ‘রক্তবীজ ২’ মুক্তিও নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, ২০২১ সালে ‘রঘু ডাকাত’ সিনেমার ঘোষণা দিয়েছিল এসভিএফ। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন দেব। সেসময় খালি গায়ে ধুতি পরে খড়গ ও মশাল হাতে আর মাথায় ফেট্টি বেঁধে ফার্স্টলুকে দেখা দিয়েছিলেন দেব। সেই লুক দেখে তখন সবাই চমকে গিয়েছিলেন। তবে বারবার আটকে গিয়েছে সিনেমাটির কাজ।
মাঝে শোনা গিয়েছিলো, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় সিনেমাটি নিয়ে চূড়ান্ত সম্মতি দেননি দেব। আবার কেউ কেউ বলেছিলেন বাংলা সিনেমার মন্দার বাজারে এমন বিগ বাজেট সিনেমা তৈরিতে ঝুঁকি নিতে চাইছে না প্রযোজনা সংস্থা এসভিএফ। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রতিশ্রুতি মতোই বছরের প্রথম দিনেই সেই ‘রঘু ডাকাত’ মুক্তি ঘোষণা নিয়ে হাজির হলেন দেব।
আরো পড়ুনঃ
প্রকাশ্যে ‘খাদান’ টিজার: দেবের ডাবল ধামাকার সাথে যীশুর চমক
টলিউড বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় বাজীর ঘোড়া দেবের ‘খাদান’
একসাথে ১৮ সিনেমার ঘোষণা দিয়ে এসকে মুভিজের দুই বছরের ধামাকা