‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে টলিউডে নিজেদের সফল জুটি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত পাঁচটি সিনেমায় দেখা গেছে এই জুটিকে। সিনেমাগুলো বক্স অফিসেও সফল ছিলো। কিন্তু পরবর্তিতে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর একসাথে দেখা যায়নি এই জুটিকে। তবে ইতিমধ্যে কেটে গেছে অনেক বছর। সম্প্রতি দেবের সঙ্গে নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
উক্তি আলাচারিতায় শুভশ্রী ইঙ্গিত দিলেন উপযুক্ত চিত্রনাট্য এবং চরিত্র পেলে আরাবো দেখা যাতে পারে এই জুটিকে পর্দায়। দেবের সঙ্গে নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শুভশ্রীর বলেন, ‘আমার কাছে গল্প এবং চরিত্র দুই-ই খুব গুরুত্বপূর্ণ। আমি যে চরিত্রে অভিনয় করছি, সেই চরিত্রটি যদি ভাল হয়, তা হলে আমার সঙ্গে কে অভিনয় করছেন, তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।‘
এদিকে দেব ছাড়াও টলিউডের অন্য সহকর্মীদের বিষয়েও কথা বলেছেন শুভশ্রী। নতুন প্রজন্মের নায়িকাদের প্রসঙ্গে মধুমিতার ভূয়সী প্রশংসা করেন শুভশ্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মধুমিতা খুবই ভাল মেয়ে। ও যে রকম ছিল, সেখান থেকে নিজেকে অনেকটা বদলেছে। আরও ভাল হয়েছে। মধুমিতার সঙ্গে আমার যোগাযোগ আছে। অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। ইন্ডাস্ট্রির প্রিয় মানুষগুলোর মধ্যে মধুমিতা একজন।‘
প্রসঙ্গত, সর্বশেষ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দেব এবং শুভশ্রী। ২০১৬ সালে দৃশ্যধারন হলেও এখনও মুক্তি পায়নি সেই সিনেমা। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘ধূমকেতু’ সিনেমার প্রযোজক জানিয়েছিলেন, দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর খুব শীঘ্রই মুক্তি পেতে পারে এই সিনেমা।
আরো পড়ুনঃ
মৈনাক ভৌমিকের নতুন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী
পূজায় বড় পর্দায় মুখোমুখি টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিত
৬ বছর পর আবারো একসঙ্গে জুটি হয়ে আসছেন দেব এবং শ্রাবন্তী