মাঝেমধ্যেই স্বল্প পোশাকে সিনেমার পর্দা ও সোশ্যাল মিডিয়ায় হাজির হন রাইমা সেন। এসব বিষয়ে তাকে নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। সেই ধারবাহিকতায় আবারও আলোচনায় টলিউড অভিনেত্রী রাইমা সেন।
সোশ্যাল মিডিয়াতে খোলামেলা উপস্থিতির মাধ্যমে আলোরন তুলেছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার শ্রীলেখা, স্বস্তিকার পথে এবার হাঁটলেন রাইমা সেন। কালো ডিপ নেক স্যুট, গাঢ় লিপস্টিকে ইনস্টাগ্রামে পারদ চড়ালেন এই অভিনেত্রী।
ওই ছবি দেখে নেটিজেনদের একাংশের মন্তব্য, শরীর দেখানোর ক্ষেত্রে কোনো আপত্তি নেই রাইমার। অনেকে আবার তাকে টলিউডের অন্য দুই হটি নটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও স্বস্তিকা মুখার্জীর সঙ্গে তুলনা করেছেন। পর্দা ও সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়ানোর ক্ষেত্রে এই দুই নায়িকাকে রাইমার গুরুমা বলা চলে।
কিছুদিন আগে বোল্ড অবতারের একটি ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছিলেন, ‘যা দেখার দেখুন, কিন্তু নোংরামি করবেন না।’ ঠিক এক সপ্তাহ আগে একই পথে হেঁটে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ধূসর শাড়ি গাউন পরে, হাতে পানীয়ের গ্লাস নিয়ে দেখা গিয়েছিল তাঁকে। অকারণ লজ্জা বোধ হাওয়ায় উড়িয়ে বলেছিলেন, ‘যদি তোমার থাকে, তবে দেখাও। সোজা ব্যাপার।’ এবার রাইমার ছবি দেখে সকলের বক্তব্য, শ্রীলেখা আর স্বস্তিকার পথেই হাটতে চলেছেন তিনি।
View this post on Instagram
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে ওয়েব সিরিজ ‘হ্যালো’র তৃতীয় সিজনের ট্রেলার। ওই সিরিজে বেশ বোল্ড লুকে দেখা যাবে রাইমা সেন এবং প্রিয়াঙ্কা সরকারকে। তারই একঝলক নিজের ইনস্টাগ্রামে দেখিয়েছেন অভিনেত্রী ও রাজনীতিক মুনমুন সেনের বড় কন্যা রাইমা।
আরো পড়ুনঃ [ভিডিও] ওয়েব সিরিজে খোলামেলা দুই অভিনেত্রী! ভিডিও ভাইরাল