দারুণ অভিনয়ের পুরষ্কার! আবারো দেবের সাথে জুটি বাঁধছেন ইধিকা

আবারো দেবের সাথে

গত বছরের বড় দিনে মুক্তি পেয়েছিলো দেব অভিনীত বাণিজ্যিক সিনেমা ‘খাদান’। বক্স অফিসে দারুণ ব্যবসা করতে সক্ষম হয়েছে সিনেমাটি। এতে দেবের বিপরীতে ছিলেন ইধিকা পাল। ‘খাদান’ এ নজরকাড়া অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতেছেন এই অভিনেত্রী। পেয়ে গেলেন এর পুরষ্কারও! জানা গেছে আবারো দেবের সাথে জুটি বাঁধছেন ইধিকা।

‘খাদান’-এর বাণিজ্যিক সাফল্যের পর দেব আবারো হাজির হচ্ছেন বাণিজ্যিক সিনেমায় অ্যাকশন আবতারে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ সিনেমায় নাম ভূমিকায় দেবের অভিনয় আগেই নিশ্চিত হওয়া গেছে। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে উম্মাদনা। চলতি বছরের পূজায় মুক্তির ঘোষণাও দিয়েছেন নির্মাতারা।

এদিকে সম্প্রতি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানিয়েছে যে, ‘রঘু ডাকাত’ সিনেমার দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন সোহিনী সরকার ও ইধিকা পাল। এর মাধ্যমে নিশ্চিত হয়ে গেলো দেব এবং ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা। ‘খাদান’ সিনেমায় দারুণ অভিনয়ের পুরষ্কার হিসেবে আবারো দেবের সাথে জুটি বাঁধছেন ইধিকা।

দেবের সঙ্গে এটি ইধিকার দ্বিতীয় সিনেমা হলেও, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন সোহিনী ও ইধিকা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ-এর যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘রঘু ডাকাত’। জানা গেছে পিরিয়ড ড্রামা ঘরনার হতে যাচ্ছে এই সিনেমাটি।

শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হলেও, টলিউডে ইধিকার প্রথম সিনেমা ছিলো ‘খাদান’। সিনেমাটিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিলো। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে এবার ‘রঘু ডাকাত’ সিনেমাতেও ইধিকাকে সুযোগ দিলেন দেব।

অবশ্য শুরুতে ‘রঘু ডাকাত’ সিনেমায় দেবের বিপরীতে সৌমীতৃষার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কলকাতা বাংলার ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুও দেবের সঙ্গে অভিনয় করেছিলেন ‘প্রধান’ ছবিতে। গুঞ্জন শোনা যাচ্ছিলো ‘রঘু ডাকাত’ সিনেমায় আবারো জুটি হচ্ছেন দেব এবং সৌমি।

অন্যদিকে অভিনেত্রী সোহিনী সরকার ইতিমধ্যেই টলিউড ও বলিউডে নিজের শক্ত অবস্থান নিশ্চিত করেছেন। বিভিন্ন ধরনের চরিত্রে নজর কাড়ার পাশাপাশি, পিরিয়ড ড্রামাতেও তিনি দক্ষতার প্রমাণ দিয়েছেন। এবার তাঁকে দেখা যাবে ‘রঘু ডাকাত’-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। তবে এতে তার ও ইধিকার চরিত্র নিয়ে কিছু বলতে চাননি নির্মাতারা।

প্রসঙ্গত, ধ্রুব বন্দ্যোপাধ্যায় বরাবরই পিরিয়ড ড্রামা ভিত্তিক সিনেমা নির্মান করে থাকেন। এই নির্মাতার আগের ছবিগুলোর মধ্যে ‘গোলন্দাজ’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সিনেমাগুলোও ঐতিহাসিক ও অ্যাডভেঞ্চারের সংমিশ্রণে নির্মিত হয়েছিলো। তিনি সাধারণত পারিবারিক ও ছোটদের উপযোগী সিনেমা নির্মান করে থাকেন।

আরো পড়ুনঃ
দেবের বিপরীতে টলিউডে অভিষিক্ত হচ্ছেন তাসনিয়া ফারিন
নতুন বছরে দেবের নতুন চমকঃ আগামী পূজায় আসছে ‘রঘু ডাকাত’
প্রকাশ্যে ‘খাদান’ টিজার: দেবের ডাবল ধামাকার সাথে যীশুর চমক

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত