Home বলিউড এবার বলিউডে তৈরী হবে বিজয়ের 'মাষ্টার': থাকছেন বড় দুই তারকা!

এবার বলিউডে তৈরী হবে বিজয়ের ‘মাষ্টার’: থাকছেন বড় দুই তারকা!

গতকাল (১৩ই জানুয়ারি) ভারতজুড়ে হিন্দি সহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে থালাপাতি বিজয়ের আলোচিত সিনেমা ‘মাষ্টার’। কিন্তু মুক্তির একদিন পরেই শোনা যাচ্ছে থালাপাতি বিজয় এবং বিজয় সেতুপতি অভিনীত সিনেমাটি নিয়ে নতুন খবর। বলিউড ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শীগ্রই বলিউডে রিমেক হতে যাচ্ছে এই সিনেমাটি।

- Advertisement -

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ‘কবির সিং’ প্রযোজক মুরাদ খেতানি সিনেমাটির বলিউড সংস্করণ র্মান করতে যাচ্ছেন। উল্লেখ্য যে মুরাদ খেতানি শহীদ কাপুরকে নিয়ে এর আগে তামিল সিনেমা ‘অর্জুন রেড্ডি’ এর রিমেক করেছিলেন। বলিউড সংস্করণে সিনেমাটির নাম ছিল ‘কবির সিং’ এবং বক্স-অফিসে সিনেমাটি ব্লকবাষ্টার হয়েছিলো।

পিংকভ্যালির প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহ আগে মুরাদ খেতানি তামিল ‘মাষ্টার’ এর প্রযোজকের আমন্ত্রনে হায়দ্রাবাদে সিনেমাটির একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। সিনেমাটি তার পছন্দ হয় এবং তিনি এর বলিউড সংস্করনের সিদ্ধান্ত নেন। এরপর ইতিমধ্যে সিনেমাটির বলিউড রিমেকের ব্যাপারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন সিনেমাটির বলিউড রিমেকের স্বত্ব এখন নির্মাতাদের কাছে।

- Advertisement -

এছাড়া তামিল সংস্করনের মত হিন্দি সংস্করনেও প্রধান দুটি চরিত্রে বলিউডের বড় দুইজন তারকার কথা চিন্তা করছেন। সিনেমাটির পরিচালক ঠিক হওয়ার পর অভিনেতাদের সাথে আলাপ শুরু করবেন বলে উল্লেখ আছে উক্ত প্রতিবেদনে।

উল্লেখ্য যে, ‘মাষ্টার’ সিনেমাটির তামিল সংস্করন পরিচালনা করেছেন লোকেশ খানাগারাজ। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন থালাপাতি বিজয় এবং বিজয় সেতুপতি। হিন্দি ভাষায় মুক্তি দেয়ার পরও হিন্দি রিমেক দর্শক কিভাবে গ্রহন করেন এখন সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -

সর্বশেষ মন্তব্য

মুক্তির প্রতীক্ষিত

  • বিদ্রোহী (Bidrohi)

সর্বশেষ খবরাখবর

যশ রাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিঃ আসছে নতুন সব সিনেমার আনুষ্ঠানিক ঘোষনা

0
বলিউডের অন্যতম বড় এবং স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। নতুন বছরে এই প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন সিনেমা নিয়ে সবার আগ্রহ ইতিমধ্যে তুঙ্গে। এদিকে সম্প্রতি...

পৃথ্বীরাজের সাথে কারা থাকছেন রাভি কে চন্দ্রান পরিচালিত ‘ভ্রামাম’ সিনেমায়?

0
মালায়লাম সিনেমার স্বানামধন্য চিত্রগ্রাহক এবং পরিচালক রাভি কে চন্দ্রান পরিচালিত ‘ভ্রামাম’ সিনেমায় পৃথ্বীরাজের সহ অভিনেতা এবং অভিনেত্রী নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। অবশেষে...

নিজের ডিজাইনের পোশাকে পরীমনি: দ্বিতীয় লটের শুটিং হবে সিলেটে

0
১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘মুখোশ’ এর শুটিং। সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ আর...

আসছে এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কার্তি-রেশমিকা জুটির নতুন সিনেমা ‘সুলতান’

0
বাক্কিয়ারাজ কান্নান পরিচালিত কার্তি অভিনীত নতুন সিনেমা 'সুলতান' এর চিত্রায়ন ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোষ্ট প্রোডাকশনের কাজ চলছে। আর সিনেমাটিতে কার্তির বিপরীতে অভিনয়...

থালাপাতি বিজয়ের নতুন সিনেমায় কাজল আগারওয়াল এবং পূজা হেগ?

0
ঘোষনার পর থেকেই আলোচনায় থালাপাতি বিজয়ের নতুন সিনেমা 'থালাপাতি ৬৫'। সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিনের সিনেমার জনপ্রিয় পরিচালক এ আর মুরুগুদাস। গুঞ্জন অনুযায়ী সিনেমাটি ২০১২...

আরো পড়ুন