সালমান শাহ (১৯৭১ – ১৯৯৬) |
জন্মঃ ১৯ সেপ্টেম্বর ১৯৭১ |
সালমান শাহ ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাড়িয়া পাড়াস্থ তার নানা বাড়ি আব এ হায়াত ভবনে যা এখন সালমান শাহ্ ভবন হিসেবে পরিচিত। ১৯৯৩ সালে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন। সিনেমাটির মুক্তির পর সর্ব মহলের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পান এই তারকা। এর পরই প্রজোযক এবং পরিচালকদের সবচেয়ে ভরসার নাম হয়ে উঠেন সালমান শাহ। দুর্ভাগ্যবসত ১৯৯৬ সালে নিজের বাসায় ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় এই ক্ষণজন্মা তারকার। | |
অভিনয়ের সময়কালঃ ১১৯৯৩ – ১৯৯৬ | |
অভিষিক্ত সিনেমাঃ কেয়ামত থেকে কেয়ামত |
সালমান শাহ অভিনীত সিনেমার তালিকা | ||||
ক্রম | চলচ্চিত্র | মুক্তির তারিখ | পরিচালক | বক্স-অফিস |
০১ | কেয়ামত থেকে কেয়ামত | ১৯৯৩ | সোহানুর রহমান সোহান |