রুবেল (১৯৬০ – বর্তমান) |
জন্মঃ ৩রা মে ১৯৬০ |
রুবেল ২২ বছর বয়সে পরপর দুইবার যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেন। ১৯৮৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় ২৬ বছর বয়সে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা’র প্রযোজিত ও শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। বাংলাদেশ চলচ্চিত্রে তিনি মার্শাল কিংবদন্তি ও অ্যাকশন কিং হিরো হিসেবে সুপরিচিত। প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। রুবেলের উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে উত্থান পতন, উদ্ধার, বীরপুরুষ, বজ্রমুষ্টি, ও ভণ্ড। | |
অভিনয়ের সময়কালঃ ১৯৮৬ – বর্তমান | |
অভিষিক্ত সিনেমাঃ লড়াকু |
রুবেলের সিনেমার তালিকা | ||||
ক্রম | চলচ্চিত্র | মুক্তির তারিখ | পরিচালক | বক্স-অফিস |
০১ | লড়াকু | আগস্ট ১৮, ১৯৮৬ | শহীদুল ইসলাম খোকন | হিট |