চলতি বছরেই শুরু হচ্ছে জন উইক ৪: জানালেন কিয়ানু রিভস’র সহ-শিল্পী

শুরু হচ্ছে জন উইক

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই শুরু হতে যাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘জন ইউক’ সিরিজের চতুর্থ পর্বের চিত্রায়ন। এর আগে নির্মাতাদের পক্ষ্য থেকে ঘোষনা করা হয়েছিল ‘জন ইউক ৪’ এবং ‘জন ইউক ৫’ সিনেমা দুটির চিত্রায়ন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। কিন্তু মহামারীর কারনে পরিকল্পনা অনুযায়ী সিনেমাগুলোর চিত্রায়ন সম্ভব হয়নি।

তবে সর্বশেষ খবর অনুযায়ী ২০২১ সালেই শুরু হচ্ছে ‘জন ইউক ৪’ সিনেমাটির চিত্রায়ন। আর খবরটি নিশ্চিত করেছেন ‘জন ইউক’ সিরিজে কিয়ানু রিভস’র সহ-শিল্পী ইয়ান ম্যাকশানে। উল্লেখ্য যে, কিয়ানু রিভসের আলোচিত দুইটি সিনেমা ‘ম্যাট্রিক্স ৪’ এবং ‘জন ইউক ৪’ ২০২১ সালের ২১শে মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মহামারীর কারনে সিনেমাগুলো নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন নির্মাতারা।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে হলিউডের একটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে কে এই সিরিজের পরিচালক বলেন, ‘উইকের মুক্তির তারিখ স্বভাবতই পরিবর্তন হওয়ার কথা ছিল, যেহেতু রিভস একই সাথে ম্যাট্রিক্স নিয়ে ব্যস্ত থাকার কথা। অন্য সব সিনেমার মত ‘জন ইউক ৪’ সিনেমাটিও মহামারীর কারনে পিছিয়ে গেছে। নতুন শিডিউল অনুযায়ী ২০২২ সালের ২৭শে মে’তে মুক্তি পাবে সিনেমাটি।’

চলতি বছরে সিনেমাটির চিত্রায়ন শুরু প্রসঙ্গে ইয়ান ম্যাকশান বলেন, ‘নতুন বছরে আমি এবং রিভস শুভেচ্ছা বিনিময়কালে বলেছি আশা করি এই বছর দেখা হবে। আমি জানি সিনেমাটির চিত্রনাট্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই বছরে তারা এর চিত্রায়ন শুরু করতে পারবে।’

করোনা মহামারী পেরিয়ে নতুন বছরে সিনেমাটির চিত্রায়ন শুরু সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার বিষয়।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d