আরো দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পরলেন অক্ষয় কুমার

বাদ পরলেন অক্ষয়

চলতি বছরে বলিউড তারকা অক্ষয় কুমারের মুক্তিপ্রাপ্ত চারটি সিনেমাই প্রেক্ষগৃহে মুখ থুবড়ে পরেছে। পরপর চারটি ডিজাস্টার সিনেমার পর জনপ্রিয় তিনটি কমেডি সিনেমার ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয়ের অভিনয়ের কথা শোনা গিয়েছিলো। কিন্তু পরবর্তীতে জানা যায় যে, অতিরিক্ত পারিশ্রমিক দাবী করায় ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে বাদ পরেছেন এই তারকা। এতে তার জায়গায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি জানা গেছে ‘হেরা ফেরি’র পর আরো দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পরলেন অক্ষয় কুমার।

বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা গেছে ‘হেরা ফেরি ৩’ সিনেমা নিয়ে প্রযোজকের সাথে দূরত্ব তৈরি হয়েছে অক্ষয় কুমারের। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারনে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব থেকে বাদ পরেছেন অক্ষয় কুমার। শুধু তাই নয়, এর ধারাবাহিকতায় ‘ওয়েলকাম ৩’ এবং ‘আওয়ারা পাগল দিওয়ানা ২’ সিনেমাগুলো থেকেও বাদ পরলেন অক্ষয় কুমার। তাকে বাদ দিয়েই নতুন এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিওয়ালা।

একটি সূত্রের উল্লেখ করে উক্ত সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘হেরা ফেরি সিনেমার পরবর্তি কিস্তিতে যুক্ত হতে না পেরে মর্মাহত হয়েছেন অক্ষয় কুমার। সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম বড় একটি অর্জন ছিলো। যাইহোক, ফিরোজ নাদিওয়ালার অনুরোধ স্বত্বেও অক্ষয় তার পারিশ্রমিক কমাতে রাজী হননি। সিনেমা থেকে শুধু অক্ষয় আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রযোজক ক্ষতির সম্মুখীন হবেন, সেটা হতে পারে না। আর মহামারী পরবর্তি সময়ে পারিশ্রমিক কমানো ছাড়া সিনেমার বাণিজ্যিক সাফল্যের আর কোন উপায় নেই।‘

সূত্রটি আরো জানিয়েছে যে, ‘ফিরোজ বিষয়টি অক্ষয় কুমারকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু তিনি সেটা মেনে নেননি। আর কোন উপায় না থাকায়, ফিরোজ নাদিওয়ালা হেরা ফেরি ৩ সিনেমার জন্য কার্তিককে চূড়ান্ত করেছেন। এরপর অক্ষয় কুমার সিনেমাটির চিত্রনাট্য পছন্দ না হওয়ার কারনে সরে যাওয়ার কথা বলায় ফিরোজ কিছুটা মর্মাহত হয়েছেন। সে প্রেক্ষিতে তিনি আওয়ারা পাগল দিওয়ানা ২ এবং ওয়েলকাম ৩ সিনেমাগুলো অক্ষয় কুমারকে ছাড়াই নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই মুহুর্তে হেরা ফেরি ৩ সিনেমাটিই অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।‘

এদিকে সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘হেরা ফেরি ৩’ সিনেমাটি না করা নিয়ে কথা বলেন অক্ষয় কুমার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হেরা ফেরি আমার জীবনের একটি অংশ হিসেবে আছে। এটিকে ঘীরে অনেক মানুষের স্মৃতি জরিত, এমনকি আমারও অনেক স্মৃতি রয়েছে। এটা দুঃখের বিষয় যে, বিগত এত বছরেও আমরা এর তৃতীয় পর্ব নির্মান করতে পারিনি। সিনেমাটির প্রস্তাব আমার কাছে এসেছিলো, কিন্তু এর চিত্রনাট্য নিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি। আমি বিষয়টি নিয়ে মোটেও খুশি ছিলাম না।‘

সিনেমাটির অংশ হতে না পারার কারনে নিজের হতাশাও ব্যাক্ত করেছেন অক্ষয় কুমার। আর সিনেমাটিতে অভিনয় না করার কারনে দর্শকদের হতাশার কারনে দুঃখ প্রকাশও করেছেন এই তারকা। বর্তমানে সিনেমাটি প্রাক প্রোডাকশনে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। অক্ষয় না থাকলেও এই ফ্র্যাঞ্ছাইজির অন্য দুটি প্রধান চরিত্রে সুনীল শেঠি এবং পারেশ রাওয়ালের অভিনয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে কিছু সূত্র অনুযায়ী, সিনেমাটিতে কার্তিক ‘রাজু’ নয় বরং নতুন একটি চরিত্রে অভিনয় করবেন।

প্রসঙ্গত, ফিরোজ নাদিওয়ালা প্রযোজিত ‘আওয়ারা পাগল দিওয়ানা’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০০২ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, পারেশ রাওয়াল, আফতাব শিভদাশীনি এবং অমৃতা রাও সহ আরো অনেকে। অন্যদিকে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা ‘ওয়েলকাম’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পেয়েছিলো যথাক্রমে ২০০৭ এবং ২০১৫ সালে। এরমধ্যে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় অক্ষয় কুমারের পরিবর্তে অভিনয় করেছেন জন আব্রাহাম।

আরো পড়ুনঃ
অতিরিক্ত পারিশ্রমিক দাবী করায় ‘হেরা ফেরি ৩’ থেকে বাদ অক্ষয় কুমার!
টানা ব্যর্থতার পর তিনটি কমেডি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরছেন অক্ষয় কুমার
‘হেরা ফেরি ৩’ সিনেমায় অক্ষয়ের পরিবর্তে কার্তিক আরিয়ান

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d