বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে যা বলছেন দর্শক এবং সমালোচকরা!

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে

অবশেষে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জির স্বপ্নের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। দীর্ঘ দশ বছর ধরে সিনেমাটি নিয়ে কাজ করছেন বলিউডের এই স্বপ্নবাজ নির্মাতা। করন জোহরের প্রযোজনায় সিনেমাটি নির্মান ব্যয় দাঁড়িয়েছে ৪১০ কোটি রুপি। অয়ন মুখার্জির ‘অস্ত্রভার্স’ ট্রিলজির প্রথম পর্ব ‘ব্রহ্মাস্ত্র – পার্ট ১: শিবা’ সিনেমাটিতে শিবা এবং পার্বতীর গল্প দেখা যাবে। সিনেমাটির এই দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। চলুন দেখে নেয়া যাক বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে কি বলছেন দর্শক এবং সমালোচকরা?

মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক প্রতিক্রিয়া কিছুটা মিশ্র হিসেবে প্রতীয়মান হয়েছে। তবে বেশীরভাগ দর্শক এবং সমালোচকরা সিনেমাটি নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। দুর্দান্ত ভিএফএক্স-এর পাশাপাশি রণবীর এবং আলিয়ার অভিনয় নিয়ে প্রশংসা করতে দেখা গেছে অনেককেই। তবে কিছু কিছু দর্শক সিনেমাটি নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন। কিন্তু সেটি পুরোপুরি ডিজাস্টার বলা যায়না। বিশেষ করে চিত্রনাট্যের দূর্বলতার কথা বললেও সিনেমাটিতে অয়ন মুখার্জির পরিশ্রম এবং ত্যাগের কথা বলছেন তারা। আর সিনেমাটির বর্ননায় বলিউড বাদশা শাহরুখ খানের উপস্থিতির কথা উঠে আসছে বারবার।

সিনেমাটির প্রশংসা করে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে অয়ন মুখার্জির এই সিনেমাটিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাট দুর্দান্ত। ‘ব্রহ্মাস্ত্র’কে হিন্দি সিনেমার দীর্ঘ প্রতীক্ষিত ভক্তদের জন্য একটি ট্রিট হিসেবে উল্লেখ করেছে তারা। সিনেমাটির রিভিউতে হিন্দুস্থান টাইমস লিখেছে, ‘ব্রহ্মাস্ত্র দেখুন কারণ, পশ্চিমে বা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে পাই এমন এক রহস্যময় মহাবিশ্ব বলিউড এই বিশাল স্কেলে টপ-ক্লাস ভিএফএক্স সহ তৈরি করেছে। এটি একটি পরিকল্পিত ট্রিলজি, আপনি শীঘ্রই এর বাকী দুটি অংশের জন্য আকুল হয়ে থাকবেন।‘

অন্যদিকে ডিএনএ ইন্ডিয়াও সিনেমাটির দারুণ প্রশংসা করেছে। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটিতে একটি পরীক্ষা সফল পরীক্ষা হিসেবে উল্লেখ করেছে তারা। সিনেমাটির রিভিউতে ডিএনএ লিখেছে, ‘ব্রহ্মাস্ত্র একটি অনন্য ফিল্ম কারণ আপনি অবিলম্বে সিদ্ধান্ত নিতে পারবেন না যে এটিকে সর্বান্তকরণে প্রশংসা করবেন নাকি পুরোপুরি বাতিল করবেন। আমার মধ্যেও একটি দ্বিধা ছিল, এই পর্যালোচনার শেষে, আমি কোন নির্দিষ্ট মতামত গঠন করতে সক্ষম হব কি না!’ তারা সিনেমাটিকে ৩* রেটিং দিয়েছে।

রিভিউতে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির প্রশংসা করেছে ভারতের অন্য প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সিনেমাটি প্রসঙ্গে তারা লিখেছে, ‘মহান এবং ভালোর মধ্যে রেখাটি একটি বিশ্বাসযোগ্য, চরিত্র-নেতৃত্বপূর্ণ গল্পের মধ্যে রয়েছে যা আপনাকে আবেগগতভাবে জড়িত করে। সিনেমার প্রতিভা দ্বারা নির্মিত সবচেয়ে কল্পনাপ্রসূত জগতগুলি শেষ পর্যন্ত লেখার উপর নির্ভর করে অন্য সব কিছুকে তাদের জায়গায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম করে। যদি এটির দিকে আরও মনোযোগ দেওয়া হত, তবে এটি কার্যধারাকে আরও প্রশংসার যোগ্য করে তুলতে পারত।‘

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটিকে প্রশংসায় ভাসিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় বিনোদন বিষয়ক ম্যাগাজিন ফিল্মফেয়ার। সামগ্রিকভাবে সিনেমাটির গল্প, চিত্রনাট্য, অভিনয় এবং নির্মানশৈলীর প্রশংসা করেছে ফিল্মফেয়ার। সিনেমাটি প্রসঙ্গে তারা লিখেছে, ‘সিনেমাটির চাক্ষুষ আবেদন আর সেই সাথে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের মধ্যে জ্বলন্ত রসায়নের জন্য দেখুন। একটি পর্যায় এখন তৈরি করা হয়ে গেছে এবং আসুন আশা করি অয়ন মুখার্জির পরবর্তী কিস্তি বের করতে আরও পাঁচ বছর লাগবে না।‘

তবে কিছু সমালোচকরা সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। ইন্ডিয়া এক্সপ্রেস সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। রণবীর এবং আলিয়া ভাট অভিনীত সিনেমাটি দর্শকদের বিনোদন দিতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে ইন্ডিয়া এক্সপ্রেস। সিনেমাটি প্রসঙ্গে তারা লিখেছে, ‘ভিএফএক্সে ভরা সিনেমাগুলোতে সেই অংশগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে যা সিনেমাটি নিয়ে দর্শকদের ভাবতে বাধ্য করবে। কিন্তু এই সিনেমায় সেটা দেখা যায়নি। এছাড়া ব্ল্যারিং মিউজিক সিনেমাটিতে উপভোগ্য করতে ব্যর্থ হয়েছে।‘

অন্যদিকে বলিউড হাঙ্গামাও সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের রেটিং সিনেমাটি মাত্র ২.৫ তারকা পেয়েছে। রিভিউতে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরনে ব্যর্থ বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা। আর ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি শেষ পর্যন্ত বাচ্চাদের জন্য নির্মিত এনিমেশন সিনেমায় পরিণত হয়েছে। মাত্র এক তারকা সম্পর্ন সিনেমা হিসেবে তারা রেটিং করেছে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাকে।

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটিতে রণবীর কাপুর এবং আলিয়া ভাট ছাড়া আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা এবং মৌনি রায়। এছাড়া সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে আছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৯,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। এর মধ্যে সিনেমাটি ৫,০০০-এর বেশী স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। মুক্তির আগে অগ্রিম টিকেট বিক্রিতে সিনেমাটি নিয়ে দর্শকদের দুর্দান্ত আগ্রহ দেখা গেছে। প্রাথমিক ধারনা অনুযায়ী প্রথম দিনে বক্স অফিসে সিনেমাটি ৩০ কোটি রুপির কাছাকাছি আয় করতে সক্ষম হবে।

আরো পড়ুনঃ
বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ সম্পর্কে যে ৭টি তথ্য আপনার জানা উচিত
‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির দ্বিতীয় পর্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন হৃত্বিক রোশন
হিন্দি সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d