ঝন্টুর মন্তব্যের বিপরীতে শাকিব খানকে প্রশংসায় ভাসালেন ‘গলুই’ প্রযোজক

শাকিব খানকে প্রশংসায়

শাকিব খানকে প্রশংসায়

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। অনুষ্ঠান শেষে দেশে ফেরার কথা থাকলেও আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান। জানা গেছে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছেন তিনি, সেই লক্ষ্যে সে দেশের নাগরিকত্বের জন্য আবেদনও করেছেন এই তারকা। এদিকে শাকিব খানের নির্মানাধীন ‘গলুই’ সিনেমার ডাবিং বাকী থাকার কারনে শাকিব খানের অংশের ডাবিং শেষ করতে যুক্তরাষ্ট্রে যান সিনেমাটি নির্মাতারা। তাই প্রযোজককে বিপাকে ফেলেছেন উল্লেখ করে শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন বিতর্কিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তবে ঝন্টুর মন্তব্যের বিপরীতে শাকিব খানকে প্রশংসায় ভাসালেন ‘গলুই’ প্রযোজক খোরশেদ।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ায় ‘গলুই’ সিনেমার প্রযোজক বিপাকে পড়েছেন বলে মন্তব্য করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। শাকিব খান ‘গলুই’ ছবির ডাবিং ফাঁসিয়ে প্রযোজককে বিপাকে ফেলে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এমন অভিযোগ এনে  অকথ্য ভাষায় শাকিব খানকে আক্রমণ করেন। ঝন্টু বলেন,  ‘শাকিবের কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে। থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত!’

তবে নির্মাতা ঝন্টুর এই মন্তব্যের বিপরীতে শাকিব খানকে প্রশংসায় ভাসালেন ‘গলুই’ প্রযোজক। সিনেমাটির দৃশ্যধারনের কাজে শাকিব খান একটানা ৩৫ দিন সময় দিয়েছেন বলে জানিয়েছেন এই প্রযোজক। শাকিবের এমন সহযোগিতার কারণে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘শাকিব আন্তরিকতা দিয়ে নিজ দায়িত্বে শুটিং সম্পন্ন করেছে। নির্ধারিত শিডিউলের বাইরে কয়েকদিন সময় দিয়েছেন। গলুইতে শাকিবকে নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। বরং তিনি হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করেছেন। এজন্য তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। কাজটি ভালো করতে যেভাবে তাকে চেয়েছি, তিনি সেভাবে দিয়েছেন।‘

এদিকে ঝন্টুর মন্তব্যের বিপরীতে খসরু আরো বলেন, ‘ঝন্টু সাহেব সিনিয়র পরিচালক। তিনি শাকিব খানকে নিয়ে কেনো এমন কথা বললেন সেটা আমি জানি না। আমি তো আমার ছবির বিষয়ে তার কাছে কোনো অভিযোগও করিনি। শাকিব খান আমার গলুই ছবির বেলায় তার ক্যারিয়ারের সর্বোচ্চ হেল্পটা  করেছে বলতে পারি। আমেরিকায় যাওয়ার আগে এবং যাওয়ার পরও আমার সঙ্গে নিয়মিত যোগাযোযোগ হচ্ছে। সব কিছু আমরা আলোচনা করেই করছি। এখন ঝন্টু ভাই যদি কিছু বলে থাকে উনি উনার জায়গা থেকে বলছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।’

সিনেমাটির ডাবিং শেষ করতে শাকিব খানের সহযোগিতার কথা তুলে ধরে খসরু বলেন, ‘গলুই এর শুটিং শেষ করে নভেম্বরে আমেরিকায় যান শাকিব। অনুদানের নীতিমালা অনুযায়ী গলুই এ বছরের মধ্যে সেন্সর করতে চেয়েছিলাম। ইতোমধ্যে জমা দিয়েছি। শুটিং শেষ করে শাকিবের যেহেতু ডাবিং বাকি তাই আলোচনার ভিত্তিতে আমেরিকা গিয়ে ডাবিং করাই। এই আলোচনা আমাদের মধ্যে মিউচ্যুয়ালি হয়েছে। শাকিব বলেছিলেন, সিনেমা পাঠিয়ে দিতে সে ডাবিং করে পাঠিয়ে দেবে। কিন্তু পরিচালককে তার কাছে পাঠিয়ে আরও ভালোভাবে কাজ শেষ করিয়েছি।‘

প্রসঙ্গত, পরিচালক এসএ হক অলিক গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গিয়ে ‘গলুই’ সিনেমার ডাবিং সম্পন্ন করেন। শুটিং দেশে হওয়ার পর ডাবিং কেন যুক্তরাষ্ট্রে হলো এ নিয়ে শাকিবের তীব্র সমালোচনা করেন চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ‘গলুই’ সিনেমার সংশ্লিষ্ট না হয়েও শাকিবের প্রতি ঝন্টুর এমন বিদ্বেষমূলক মন্তব্যের ঘোর বিরোধীতা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপগুলোতে সাধারণ চলচ্চিত্র প্রেমীরাও বলছেন, গুণী ও প্রবীণ নির্মাতা হিসেবে যে কোনো বিষয়ে মন্তব্য করার আগে ঝন্টুর আরো দায়িত্বশীল হওয়া উচিত।

উল্লেখ্য যে নৌকা বাইচ, একজন মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসা ও এর মধ্য দিয়ে সমাজের প্রতিচ্ছবি উঠে আসবে এস এ হক অলিকের ‘গলুই’ সিনেমায়। সিনেমাটিতে একজন মাঝির চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার সময়ের সেরা এই তারকা। এই সিনেমার মাধ্যমে প্রথম বার অনুদানের সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন পূজা চেরি। শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ আরো অনেক।

আরো পড়ুনঃ
শাকিব অভিনীত ‘গলুই’: অনুদানের পরিমাণ ৬০ লাখ কিন্তু বাজেট প্রায় ২ কোটি
শাকিব খানের পর এবার ‘গলুই’ সিনেমায় প্রকাশ্যে পূজা চেরীর লুক
যমুনার চর থেকে শুরু হচ্ছে শাকিব খানের অনুদানের সিনেমা ‘গলুই’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d